ধোনিকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন, অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে জানালেন বুমরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অতর্কিতে ভারতের অধিনায়কত্ব করার সুযোগ এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ প্রেসার যশপ্রীত বুমরা। রোহিত শর্মার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ থাকায় তাকে এই দায়িত্ব পালন করতে হচ্ছে। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে সহ-অধিনায়কের ভূমিকা পালন করলেও প্রথমবার কোনও দলের অধিনায়কত্ব করবেন তিনি। ৩৫ বছর পর কোন প্রেসার এর নেতৃত্বে আজ ভারত টেস্ট খেলতে নামবে।

যদিও বুমরার সামনের পরীক্ষাটা বেশ কঠিন। কারণ প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকছে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড দল। গত বছর এই ইংল্যান্ড দলের বিরুদ্ধে চারটে ম্যাচ খেলে ২-১ ফলে এগিয়ে ছিল ভারত। পঞ্চম টেস্টটি করোনার কারণে খেলা যায় নি। কিন্তু সেবারের ইংল্যান্ড আর এইবারের ইংল্যান্ডের মধ্যে তফাৎ রয়েছে আকাশ এবং পাতালের। নতুন অধিনায়ক বেন স্টোকস এবং নতুন কোচ ব্রেন্ডন ম্যাকুলামের নেতৃত্বে পুরো বদলে গেছে ইংল্যান্ড দলের মানসিকতা।

ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বোম রেখে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তিনি একসময় প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শ শুনেছেন এবং সেগুলিই মাঠে কাজে লাগানোর চেষ্টা করবেন। বুমরা বলেছেন, “সাফল্য তখনই মধুর হয় যখন তা পাওয়া খুব কঠিন হয়। আমরা জানি আমাদের সামনে কত কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু চাপের মধ্যেই আপনি নিজের সেরাটা বার করে আনতে পারবেন। তাই আমি এই মুহূর্তে চেষ্টা করছি এটা ভাবার যে আমি কিভাবে নিজের দলকে আরও বেশি সাহায্য করতে পারব।”

ধোনির সাথে কথা বলা প্রসঙ্গে বুমরা বলেছেন, “আমার মনে আছে আমি যখন মাহি ভাইয়ের সাথে কথা বলেছিলাম তখন তিনি বলেছিলেন যে তিনি যখন প্রথমবার অধিনায়ক হন তার আগে অধিনায়কত্ব করার কোনও অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমরা সকলেই জানি তারপর তিনি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক এ পরিণত হয়েছেন। তার এই কীর্তি আমাকে অনুপ্রাণিত করবে।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর