বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বরাবরই চমক দিতে ভালবাসেন। সেটা দল নির্বাচন হোক কিংবা নিজের ক্রিকেট থেকে অবসর সবকিছুতেই রেখেছেন চমক। সবাইকে অবাক করে দিয়ে গত বছর 15 ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঝেমধ্যেই দেখা যায় একদম নতুন রূপে আবির্ভূত হয়েছেন ধোনি। নতুন লুকে আবির্ভুত হয়ে বারবার চমকে দিয়েছেন তার ভক্তদের। তবে এবার একদম নতুন রূপে হাজির হলেন ধোনি, যা দেখে অনেকেই কার্যত হতবাক হয়ে গিয়েছে। কারণ এইরূপে ধোনিকে দেখতে কেউই প্রস্তুত ছিলেন না।
জনপ্রিয় স্পোর্টস চ্যানেল “স্টার স্পোর্টস” টুইট করে ধোনির একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ধোনিকে যে রূপে দেখা যাচ্ছে সেটা দেখে কার্যত অবাক হয়ে গিয়েছেন ধোনি ভক্তরা। সেখানে দেখা যাচ্ছে একেবারে ন্যাড়া হয়ে রয়েছেন তিনি, পরনে সন্ন্যাসীদের বেশ। ধোনিকে এমন রূপে দেখে তার ভক্তরা প্রশ্ন করতে শুরু করেছে কেন হঠাৎ এমন রুপে হাজির ধোনি? তাহলে কি ক্রিকেট ছেড়ে এবার সন্ন্যাস এর পথে হাঁটছেন ধোনি?
😮😮😮 – our faces since we saw #MSDhoni's new avatar that could just break the Internet! 🙊What do you think is it about? pic.twitter.com/Mx27w3uqQh
— Star Sports (@StarSportsIndia) March 13, 2021
বিশেষ সূত্রে জানা গিয়েছে, আসন্ন কোন বিজ্ঞাপনের জন্য এমন বেশ ধারণ করেছেন ধোনি। তবে সেটি কিসের বিজ্ঞাপন? কোন পণ্যের? নাকি আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের? সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট খবর পাওয়া যায়নি। এই ব্যাপারে ধোনি ঘনিষ্ঠদের কাছে জানতে চাওয়া হলে কোন সদুত্তর পায়নি তার। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ধোনি ঘনিষ্ঠরা। তবে ধোনির হঠাৎ কেন এমন বেশ, সেই ব্যাপারে জানতে বেশ আগ্রহ প্রকাশ করেছেন ধোনি ভক্তরা।
https://twitter.com/StarSportsIndia/status/1370962880158306304?s=20