ক্রিকেট ছাড়ার পর এই কাজে পাকাপাকি ভাবে মন দিতে চলেছেন ধোনি

বাংলা hunt ডেস্ক : ভারতের অন‍্যতম সফল অধিনায়ক।তার হাত ধরে ২০০৭ এর টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ এর ক্রিকেট বিশ্বকাপের স্বাদ পেয়েছিল ভারত।২০১১ তে ওয়াংখেড়েতে মারা তার সেই দুরন্ত ছয় জায়গা করে নিয়েছিল সকল ভারতবাসীর মনে।এহেন মহেন্দ্র সিং ধোনি নিজের অবসর জীবন কিভাবে কাটাবেন তা পরিকল্পনা করে ফেলেছেন।সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন মাহি, যেখানে তিনি বলেছেন ছোটবেলায় আঁকতে প্রচন্ড ভালোবাসতেন তিনি।
cd890 images 93
কিন্তু পরবর্তী সময় পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করায় আর এই বিষয়ে খুব একটা এগানো হয়ে ওঠেনি তার।যদিও এইবার এবিষয়ে মন দিতে চান তিনি।জানিয়েছেন খেলা ছাড়ার পর এক্ষেত্রে পাকাপাকি ভাবে মন দিতে চান।বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বলেছেন তিনি‌।প্রসঙ্গত, এইবার শেষ বিশ্বকাপে দেশের জার্সি গায়ে নামতে চলেছেন মাহি।সম্প্রতি শেষ হওয়া আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন তিনি।যা আশা যোগাচ্ছে ভারতকে এবারের বিশ্বকাপের ক্ষেত্রে।

সম্পর্কিত খবর