কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর মুখে শোনা গিয়েছিল যে আইপিএলে ধোনি ভালো পারফরম্যান্স করতে পারলে ফের জাতীয় দলের দরজা খুলে যাবে ধোনির জন্য। এবার একই কথা শোনা গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে। বোর্ড সূত্রে জানা গিয়েছে যদি এবারের আইপিএলে ধোনি যদি ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে ফের নির্বাচনী সভায় ধোনির নাম উঠে আসতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। আর সেজন্যই গত রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা দল ঘোষণা করেছে। কিন্তু সেই নির্বাচনী বৈঠকে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গে কোনো কথাই ওঠেনি। এক সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে এবারের নির্বাচনী সভায় বিন্দুমাত্র সমস্যায় পড়তে হয় নি নির্বাচকদের, কারণ এবারের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল নির্বাচনে কোনো ভাবেই ধোনির নাম উঠে আসেনি অর্থাৎ ধোনিকে যে ভারতীয় দলে রাখা হবে এমন সম্ভাবনাও তৈরি হয়নি।
এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে মাঠে নিয়মিত প্র্যাকটিস করছেন মহেন্দ্র সিং ধোনি, তিনি দেশের হয়ে না খেললেও এই মুহূর্তে আইপিএলের জন্য নিজেকে তৈরি করছেন। আর এই প্রসঙ্গে জাতীয় নির্বাচক মন্ডলীর এক কর্তা জানিয়েছেন ধোনি যদি আইপিএলে ভালো পারফর্মেন্স করতে পারেন তাহলে ধোনির কথা ভাবা হবে আগামী দিনে দল নির্বাচনের সময়। এছাড়াও তিনি জানিয়েছেন আইপিএলে যে সমস্ত তরুণ ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করতে পারবেন তাদেরকেও ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই মুহূর্তে ভারতের নির্বাচন মন্ডলী তৈরি করতে চাইছে ভারতের টি-টোয়েন্টি দল।