ধোনির কোনও টাকা বকেয়া নেই, বিতর্কের অবসান ঘটালো ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের মন্তব্য হইচই ফেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয় প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে মেম্বারশিপ চাঁদা বাবদ 1800 টাকা পায় ঝড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন যা এখনো পর্যন্ত দেয় নি মহেন্দ্র সিং ধোনি।

যে ধোনি বছরে 800 কোটি টাকার থেকেও বেশি ইনকাম করেন সেই ধোনি কি না এখনো পর্যন্ত 1800 টাকা বকেয়া মেটায় নি, ঝারখন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের এমন বক্তব্যে হইচই পড়ে গিয়েছিল ক্রিকেট মহলে। ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল মেম্বারশিপ বাঁচানোর জন্য ধোনি 10 হাজার টাকার চেক তুলে দিয়েছিলেন ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাতে কিন্তু জিএসটি বাবদ 1800 টাকা দেয়নি যেটা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে।

2564440349b230e8ce887ca3d4fd0bfe3a36e15eebb046572cfbea60f0047f34e7a212f5c

তবে এবার ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জয় সহায় জানিয়ে দিলেন সেই টাকা অনেকদিন আগেই মিটিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এখন আর ধোনির কোনো বকেয়া নেই। সেই সাথে তিনি জানিয়েছেন, 31 শে মার্চ 2019-20 অর্থবর্ষের হিসাব জমা দেওয়া হয়েছিল। কিন্তু ধোনি সেই টাকা জমা দিয়েছিলেন তার পরে। সেই কারণে সেই রিপোর্টে ধোনির সেই টাকার উল্লেখ নেই। প্রাক্তন ভারত অধিনায়ক সমস্ত টাকায় মিটিয়ে দিয়েছেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর