বাবা-মা দুজনেই করোনা আক্রান্ত, আইপিএল ছেড়ে বাড়ি ফিরছেন ধোনি?

বাংলা হান্ট ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মা এবং বাবা। শরীর অসুস্থ থাকার জন্য দুজনেই করোনা পরীক্ষা করেছিলেন, বুধবারই তাদের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত হওয়ার পরই ধোনির মা এবং বাবা দু’জনকেই ভর্তি করা হয়েছে রাঁচির সুপার স্পেশালিটি হাসপাতালে।

এই মুহূর্তে আইপিএল খেলার জন্য চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন ধোনি, তাই তিনি তার বাবা-মার কাছে আসতে পারছেন না। ধোনির বাবা পান সিং এবং মা দেবীকা দেবীকে রাঁচির পালস স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছে পরিবারের লোকজন। জানা গিয়েছে তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

Dhoni IPL PTI New 571 855

এই মুহুর্তে দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। আজ কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে মানতে চলেছে ধোনির সিএসকে। তবে কলকাতা ম্যাচের আগে এই খারাপ খবর পৌঁছে গিয়েছে ধোনির কাছে। চেন্নাই টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে ধোনি যদি তার বাবা- মা এর প্রতি কর্তব্য পালনের জন্য আইপিএলের মাঝপথে বাড়ি যেতে চায় তাহলে তাকে আটকাবে না সিএসকে। তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর