‘কেরিয়ারের শুরুর দিকে ধোনি ছিল বিধ্বংসী ব্যাটসম্যান, তবে শেষের দিকে’…. বিস্ফোরক সৌরভ গাঙ্গুলি

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি দেশের অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরে ব্যাটিং অর্ডারে নিজেকে অনেক নিচে নামিয়ে নিয়ে ছিলেন। কিন্তু ধোনি যদি উপরের দিকে ব্যাটিং করতেন তাহলে আরও অনেক বেশি রান করতে পারতেন এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন আমি অধিনায়কত্ব ছাড়ার পর অনেকবার বলেছিলাম ধোনির উপরের দিকে ব্যাটিং করতে আসা উচিত।

ধোনির তিন নম্বরে ব্যাটিং করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে গড় 82.75, এই তিন নম্বরে ব্যাটিং করতে নেমেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি এসেছিল ধোনির ব্যাট থেকে। করেছিলেন 148 রান। তবে সেই ম্যাচে জোরপূর্বক ধোনিকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠিয়ে ছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেই দিন যদি দাদা ধোনিকে জোর করে তিন নম্বরে ব্যাটিং করতে না পাঠাতেন তাহলে হয়তো সেই সেঞ্চুরি দেখা হতো না কারুরই।

2027922636af31284ef67ba7d2f8a5db47246e75566559121972f4215480369a6a5ae6a48

সৌরভ বলেন সচিন তেন্দুলকার যদি পুরো ওয়ানডে ক্যারিয়ারে ছয় নম্বরে ব্যাটিং করতেন তাহলে তিনিও আজকের এই জায়গায় কোন দিন পৌঁছাতে পারতেন না। ড্রেসিংরুমে ব্যাট হাতে বসে থাকলে কেউ কোনদিন বড় ক্রিকেটার হতে পারে না। ধোনির মধ্যে ছয় মারার এক অসাধারণ প্রতিভা ছিল, যেটা খুব কম ক্রিকেটারের মধ্যেই থাকে। ক্যারিয়ারের শুরুর দিকে ধোনি ছিল একজন বিধ্বংসী ব্যাটসম্যান, তবে ক্যারিয়ারের শেষের দিকে ধোনি তার ব্যাটিং স্টাইল পাল্টে ফেলেছিলেন। তবে আমার মনে হয় ওয়ানডেতে ধোনির উপরের দিকে ব্যাটিং করা উচিত ছিল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর