দেশজুড়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্যিক কাজ করবেন না ধোনি।

Published On:

দেশজুড়ে করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মাত্র 1 লক্ষ টাকা দান করে দেশজুড়ে ব্যাপক ট্রোলের সম্মুখীন হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনির ব্যাপারে আরও একটি গোপন তথ্য ফাঁস করলেন তার বাল্যবন্ধু তথা ম্যানেজার মিহির দিবাকর। তিনি জানালেন যে, দেশজুড়ে করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে কোন রকম পণ্যের বিজ্ঞাপন করবেন না প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

করোনা অবহে এই মুহূর্তে দেশের অর্থনীতির বেহাল অবস্থা। বড় বড় অর্থনীতিবিদরাও দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর এই সময় রাঁচিতে নিজের ফার্ম হাউসেই জীবন কাটাচ্ছেন ধোনি। জানা গিয়েছে সেখানে তিনি তাঁর কৃষি জমিতে চাষের কাজ করছেন এবং ফসল ফলাচ্ছেন।

মিহির দিবাকর জানিয়েছেন বর্তমানে ধোনি শুধুমাত্র চাষের কাজের সঙ্গেই নিজেকে জড়িয়ে রেখেছেন। তিনি রাঁচিতে নিজের 40 থেকে 50 একর জমির উপর কলা, পেঁপে ইত্যাদি বিভিন্ন ফসল ফলাচ্ছে এবং ধোনি জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, দেশের অর্থনীতি মজবুত হচ্ছে ততদিন তিনি কোন প্রকার পণ্যের বিজ্ঞাপন করবেন না।

সম্পর্কিত খবর

X