বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন মরশুমেও চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়ে চাপিয়ে আইপিএল খেলতে দেখা যাবে ধোনিকে। নিজেই এই কথা পরিষ্কার জানিয়ে দিলেন ক্যাপ্টেন কুল। আজ শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে টস করতে নেমে জানিয়ে দেন যে এটিই তার শেষ মরশুম নয়। আসন্ন মরশুমেও তাকে মাঠে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। কারণ হিসাবে তিনি বলেছেন যে যদি এবার তিনি অবসর নন তাহলে সেটা চেন্নাই সুপার কিংসের স্থানীয় সমর্থকদের সাথে অন্যায় করা হবে।
২০২২ মরশুমে ব্যাট হাতে গতবারের চেয়ে ভালোই ছন্দে ছিলেন ক্যাপ্টেন কুল। আইপিএলের প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছিলেন তিনি। তারপর শেষ দিকে নেমে বেশ কয়েকটি ঝোড়ো ক্যামিও খেলেছেন মাহি। প্রমাণ করে দিয়েছেন যে সিংহ যতই বুড়ো হোক, সে শিকার করতে ভোলে না।
কিন্তু তার শেষ ম্যাচে পরিচিত ছন্দে পাওয়া গেল না ধোনিকে। অথচ টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড দ্রুত ফিরলেও ইনিংসকে গতি প্রদান করার কাজ করছিলেন ডেভন কনওয়ে ও মঈন আলী। ট্রেন্ট বোল্টের তৃতীয় এবং পাওয়ার প্লে-এত শেষ ওভারে বোল্টের ওভারে ৫টি চার ও একটি ছক্কা সহ ৩৪ রান তোলেন মঈন। পাওয়ার প্লে-তে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ১উইকেট হারিয়ে ৭৫।
কিন্তু পাওয়ার প্লে-এর পর ডেভন কনওয়ে (১৬) ফিরতেই লড়াইটা কার্যত হয়ে দাঁড়ায় রাজস্থান বোলারদের সঙ্গে মঈন আলীর। আর একজন ব্যাটারও তাকে সাহায্য করতে পারেননি। মহেন্দ্র সিং ধোনি ২৮ টি বলে কচ্ছপের গতিতে ১টি চার ও ১টি ছয় সহ ২৬ রানের বেশি করতে পারেননি। বাকি কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। একা যুদ্ধ করে মঈন ৫৭ বলে ১৩ টি চার ও ২ টি ছক্কা সহযোগে ৯৩ রান করে। পাওয়ার প্লে-তে ৭৫ রান তোলা চেন্নাই বাকি ১৪ ওভারে আর মাত্র ৭৫ রান তুলে স্কোর ১৫০-এর বেশি নিয়ে যেতে পারেনি। দুর্দান্ত বোলিং করে দুটি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল এবং ম্যাকয়।