ইন্টারভিউতে প্রশ্ন করা হল ভারতীয় দলে ধোনির ভবিষ্যত কি? পরীক্ষার্থীরা দিতে পারলেন না উপযুক্ত উত্তর।

2019 সালের বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর দীর্ঘদিন তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন, খেলেনি কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট। তারপর থেকেই ভারতীয় দলের ভেতরে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এবার ক্রিকেট থেকে অবসর নেবেন ধোনি? যদি তিনি অবসর না নেন তাহলে ভারতীয় দলে তার ভবিষ্যৎ কী?

জানা গিয়েছে এবার এই একই প্রশ্ন করা হল ভারতীয় ক্রিকেট বোর্ডের ইন্টারভিউতে। ভারতীয় দলের প্রধান নির্বাচক বেছে নেওয়ার জন্য কিছুদিন আগে একটা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউ বোর্ডে ছিলেন মদন লাল, আরপি সিং এবং সুলক্ষনা নায়েকের মত ক্রিকেট উপদেষ্টারা। তারাই এই প্রশ্ন ছুড়ে দেন পাঁচ জন প্রার্থীকে। এই পাঁচজন প্রার্থী হলেন সুনিল যোশী, অরবিন্দর সিং, ভেঙ্কটেশ প্রসাদ, রাজেশ চৌহান এবং লক্ষণ শিবরামকৃষ্ণন।

252270140951ec4b2e2fd2918a6e9c6493f58e2c1

ইন্টারভিউতে এই পাঁচ জন প্রার্থীকে মদন লালের উপদেষ্টা কমিটি প্রশ্ন ছুড়ে দেন ভারতীয় ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ কি? কারণ এই মুহূর্তে বিসিসিআই এর উপদেষ্টা কমিটিও জানতে চাইছেন ভবিষ্যৎ প্রজন্মের জাতীয় নির্বাচকরা ধোনিকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখছেন নিজেদের মনে। এই প্রশ্নের উত্তরে খুব একটা সদুত্তর দিতে পারেননি কেউই, ধোনির মত একটা স্পর্শকাতর বিষয় নিয়ে ঠিক কি বলা উচিৎ সেটাই ঠিক করতে পারেন নি কেউ।

Udayan Biswas

সম্পর্কিত খবর