বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) ভালো ফর্মে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। এই প্রতিবেদনটি লেখার সময় তারা চলতি আইপিএল পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে রয়েছে। অনেকেই বলছেন এর একটা মূল কারণ হলো ভক্তদের সমর্থন। চলতি মরশুমে সিএসকে যে মাঠেই খেলুক না কেন সেখানেই পূর্ণ সমর্থন পাচ্ছে তারা। এর সবচেয়ে বড় কারণ হলো দলে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) উপস্থিতি।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক ধোনি সম্ভবত নিজের শেষ আইপিএল মরশুমটি খেলছেন। তাই প্রতি স্টেডিয়ামে দর্শকরা তাকে দেখার জন্য আকুল হয়ে থাকছেন এবং কোনও কোনও ক্ষেত্রে নিজের ঘরোয়া দলের বদলে ধোনির জয় কামনা করছেন। ধোনির এই ভক্তসংখ্যার ব্যাপ্তির সোশ্যাল মিডিয়াতেও টের পাওয়া যাবে।
একটা ব্যাপার অনেকেই মানতে বাধ্য হবেন, সেটি হলো সিএসকে আজকে এত জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি তার সবচেয়ে বড় কারণ হলো ধোনি। তার কারণেই সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ সমর্থক সিএসকে-কে ফলো করে থাকেন। আর জনপ্রিয়তার দিক দিয়ে টুইটারে পর্তুকিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরকে পেছনে ফেলে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ক্লাবে পরিণত হয়ে গিয়েছে সিএসকে।
আল নাসের অবশ্য কোনওদিনই এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে একটি ছিল না। কিন্তুফুটবলের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গত জানুয়ারিতে এই ক্লাবের যোগ দেওয়ার পর লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই ক্লাবের ফলোয়ার সংখ্যা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বেশিরভাগ ভক্তই এখন টুইটারে সৌদি আরবের এই ক্লাবটিকে ফলো করে থাকেন। এক নজরে দেখে নেওয়া যাক টুইটারে ফলোয়ার্সের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ৫ টি ক্লাবগুলিকে।
১. চেন্নাই সুপার কিংস 🏏 (৫.১২ মিলিয়ন)
২. আল নাসের ⚽ (৫ মিলিয়ন)
৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 🏏 (৩.৪৫ মিলিয়ন)
৪. মুম্বাই ইন্ডিয়ান্স 🏏 (২.৭৪ মিলিয়ন)
৫. আল হিলাল ⚽ (২.১১ মিলিয়ন)