IPL রিটেনশনে ভাগ্য খুলল দুজনার, লাখপতি থেকে কোটিপতি হলেন ধোনির এই বিশেষ প্লেয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এর জন্য রিটেন হওয়া সমস্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। আইপিএলে রিটেন হওয়ায় দুই যুবকের ভাগ্য খুলে গিয়েছে। কোটিপতি হয়ে গিয়েছেন এই দুই তরুণ। এই দুই খেলোয়াড়ের মধ্যে ধোনির বিশেষ পছন্দের খেলোয়াড়ও রয়েছে। আসুন জেনে নেই এই খেলোয়াড়দের সম্পর্কে।

চেন্নাই তাদের প্রকাশিত তালিকায় চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে স্থান দিয়েছে, যার মধ্যে ওপেনার ব্যাটার ঋতুরাজ গায়কোয়াডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঋতুরাজ আইপিএল ২০২১-এ চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি ১৬ ম্যাচে ৬৩৬ রান করেছিলেন। তার শক্তিশালী ব্যাটিংয়ের কারণে, সিএসকে তাদের চতুর্থ শিরোপা জিততে পারে। আইপিএল ২০২১-এ তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সিএসকে-এর হয়ে অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। ২০২০ সালে, এই সিএসকে দলই তাকে ৪০ লক্ষ টাকা মূল্যে কিনেছিল। ২০২১ রিটেনশনে, সিএসকে দল ঋতুরাজকে ৬ কোটি টাকায় ধরে রেখেছে। ঋতুরাজকে বরাবরই মহেন্দ্র সিং ধোনির বিশেষ পছন্দের খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়, ধোনির অধিনায়কত্বে ঋতুরাজের পারফরম্যান্স চূড়ান্ত সীমায় পৌঁছিয়েছিল।

   

IMG 20211003 100103

আর একদিকে কেকেআরের তারকা ওপেনিং ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার আইপিএল ২০২১-এ তার পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করেছেন। তার বিপজ্জনক ব্যাটিং আর মাঝেমধ্যে দরকারে নিয়ন্ত্রিত বোলিং ভাবিয়ে তুলেছিল প্রতিপক্ষ দলকে। নাইটদের হয়ে খেলার সময় তিনি মাত্র ১০ ম্যাচে ৩৭০ রান করেছিলেন। কার্যত একাই কেকেআরকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। তার পারফরম্যান্সের কারণে, তিনি ভারতের হয়েও অভিষেকের সুযোগ পেয়েছেন। গতবছর মাত্র ২০ লক্ষ টাকায় বিক্রি হওয়া তারকাকে কেকেআর এবার ৮ কোটি টাকায় ধরে রেখেছে।

চেন্নাই সুপার কিংস দলের ধরে রিটেন করা ক্রিকেটারদের তালিকার কথা বললে, এতে পাওয়া যাবে রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মঈন আলি, ঋতুরাজ গায়কোয়াড-কে। রিটেনশন প্রক্রিয়ায় তারা ৪২ কোটি টাকা খরচ করেছেন, এখনও তাদের কাছে ৪৮ কোটি টাকা রয়েছে মেগা অকশনের জন্য।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর