উড়ন্ত সিঁদুরে বিয়ে হতে পারে আর লিপস্টিকে দোষ হয়ে গেল? ‘ধুলোকণা’ নিয়ে ট্রোলের জবাব দিলেন ‘তিতির’

বাংলাহান্ট ডেস্ক: হবে কি হবে না করতে করতে হয়েই গেল লালনের বিয়ে। এই নিয়ে তৃতীয় বার। তা মেগা সিরিয়ালে দশবার বিয়ে দেখানো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তাই বলে ভাই বোনের বিয়ে আর লিপস্টিক দিয়ে সিঁদুর দান! এটা বাস্তবিকই নতুন কিছু করে দেখালো ‘ধুলোকণা’ (Dhulokona)।

স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল একাধিক বার ট্রোলের ভাগীদার হয়েছে। কিন্তু সীমা ছাড়ায় লালনের তৃতীয় বিয়ে। ফুলঝুরির সঙ্গে বিয়ের পর হানিমুনে গিয়ে সমুদ্রে ডুবে লালনের স্মৃতি হারিয়ে যায়। প্রথমে ফুলঝুরি জানতোই না যে লালন বেঁচে আছে। বিধবার বেশ ধারণ করেছিল সে। এদিকে লালনকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন এক চিকিৎসক। পরে ফুলঝুরি লালনের খোঁজ পেলেও স্ত্রীকে দেখে কিছুই চিনতে পারে না সে।

Dhulokona troll
এদিকে নিজের মেয়ে তিতিরের সঙ্গে লালনের (যে এখন গোগোল) বিয়ে ঠিক করে তার মা। তিতিরের চিকিৎসক বাবাও চান যাতে ওই বিয়ের আসরেই লালনের সব স্মৃতি ফিরে আসে। বিয়ের দিন বাড়ির লোকের কথায় লাল টুকটুকে বেনারসীতে সেজে লালনের সামনে আসে ফুলঝুরি। এদিকে তিতির আর তার মা চায় না লালনের স্মৃতি ফিরুক।

স্মৃতি ফেরেওনি। দর্শকরা অনেকেই আশা করেছিলেন, এমনকি নিশ্চিতও হয়ে গিয়েছিলেন যে সিঁদুর দানের সময়েই সবটা মনে পড়ে যাবে লালনের। কিন্তু আবছা আবছা স্মৃতি ফিরলেও ফুলঝুরিকে সম্পূর্ণ ভাবে মনে করতে পারেনি সে। তাই শেষমেশ তিতিরের সিঁথিতেই সিঁদুর পরিয়ে দিয়েছে লালন। বা বলা ভাল, ‘লিপস্টিক’ পরিয়ে দিয়েছে!

Dhulokona
হ‍্যাঁ, শুধু তিন নম্বর বিয়ে না, আরো এক চমক দেখিয়েছেন চিত্রনাট‍্যকার লীনা গঙ্গোপাধ‍্যায়। তিতিরের সিঁথিতে সিঁদুরের বদলে লিপস্টিক পরিয়ে দিয়েছে লালন। এই নিয়ে ফের ট্রোলের বন‍্যা নেটপাড়ায়। সিরিয়ালে বিয়ের দৃশ‍্যের অতিনাটকীয়তা নিয়ে একাধিক বার ট্রোল হয়েছে। তবে লিপস্টিক কাহিনি এই প্রথম।

বিষয়টা নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিতির ওরফে সম্পূর্ণা মণ্ডল। তিনি স্পষ্টই বলেন, এর আগে তো হাওয়ায় সিঁদুর উড়ে এসে পড়েছে নায়িকার মাথায়, হাত কেটে সেই রক্ত লাগিয়ে দেওয়া হয়েছে সিঁথিতে। এসব নিয়ে অনেকে অনেক কিছু বলেন। সম্পূর্ণা বলেন, সবাইকে উত্তর দেওয়ার ইচ্ছা তাঁর নেই আর এতজনকে বাধাও দিতে পারবেন না তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর