বাংলাহান্ট ডেস্ক : চিত্রনাট্যের খাতিরে কত কিছুই না করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। কঠিন থেকে কঠিনতর দৃশ্যকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা সহজ নয়। এমনকি কিছু কিছু দৃশ্য চিরকালের জন্য দাগ ফেলে দেয় অভিনেতা অভিনেত্রীদের মনে। বলিউডের জনপ্রিয় নায়িকা দিয়া মির্জা (Dia Mirza) সম্প্রতি এমনি একটি দৃশ্যের অভিজ্ঞতা সামনে আনেন যেখানে অভিনয় করতে গিয়ে প্রচুর বেগ পেতে হয়েছিল তাঁকে।
সিরিজের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করলেন দিয়া (Dia Mirza)
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাফির’ ওয়েব সিরিজ এর শুটিং কাহিনি সম্প্রতি প্রকাশ্যে আনেন দিয়া (Dia Mirza)। ওই সিরিজে একজন নিরীহ পাকিস্তানি মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভুল করে ভারত পাকিস্তান সীমান্ত পার করে ফেলেন ওই মহিলা। তারপরেই জঙ্গি সন্দেহে বন্দি করে রাখা হয় তাঁকে। টেলিভিশন সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া (Dia Mirza)। ওই সিরিজেই ছিল একটি ধর্ষণের দৃশ্য।
কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা: সম্প্রতি ওই দৃশ্যটির অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন দিয়া (Dia Mirza)। তিনি জানান, মোটেই সহজ ছিল না ধর্ষণের দৃশ্যের শুটিং। অভিনেত্রী বলেন, খুব কঠিন ছিল দৃশ্যটি। শুটিং এর পরে তাঁর সমস্ত শরীর কাঁপছিল। এমন বমিও করেছিলেন তিনি। শারীরিক এবং মানসিক দুই দিক থেকদিক খুবই বেদনাদায়ক ছিল দৃশ্যটি। মনকে তীব্র ভাবে নাড়া দেয় ধর্ষণের দৃশ্য। সেই অভিজ্ঞতা আজও রয়ে গিয়েছে অভিনেত্রীর মনের কোণায়।
আরো পড়ুন : বিচার বিভাগ থেকে পুলিশ সবেতেই ‘লাস্ট’, ভারতের সবথেকে পিছিয়ে থাকা রাজ্য বাংলা, বাকি কে কোথায়? দেখুন তালিকা
পরিশ্রম করে শেষ করেছিলেন শুটিং: হিমাচল প্রদেশের অপরূপ প্রাকৃতিক শোভার মাঝে শুটিং করেছিলেন তাঁরা। দিয়া (Dia Mirza) জানান, ৩৬০ পাতার চিত্রনাট্য মাত্র ৪৫ দিনে শুটিং করেছিলেন তাঁরা। শুটিংয়ের মাঝে মাত্র ১৫-১৮ মিনিটেরই বিরতি পেতেন। বেশ কঠিন ছিল শুটিং। তবে এই ধরণের গল্প সবসময় বলা হয় না। তাই এমন ছবি তাঁদের কাছে জয়ের মতোই বলে মন্তব্য করেন দিয়া।
আরো পড়ুন : নোটবন্দি থেকে ইউপির বুলডোজার রাজ, একাধিক ঐতিহাসিক মামলায় যুক্ত, পরবর্তী প্রধান সুপ্রিম বিচারপতি হবেন ইনিই?
প্রসঙ্গত, কাফির সিরিজে মুখ্য চরিত্রে দিয়া মির্জা ছাড়াও ছিলেন মোহিত রায়না। জানা যায়, বাস্তব ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছিল সিরিজটি। এবার তা উঠে আসবে ছবির আকারে। ওই সিরিজে শুটিংয়ের গভীর প্রভাব পড়েছিল দিয়ার মনে।