মৃতদের নামে ভুয়ো ডায়ালিসিসের বিল! জলপাইগুড়ি হাসপাতালে বড়সড় কেলেঙ্কারির পর্দাফাঁস

বাংলাহান্ট ডেস্ক : জলপাইগুড়ি সদর হাসপাতালে পিপিপি মডেলে থাকা ডায়ালিসিস ইউনিট কর্তৃপক্ষের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। মৃত রোগীর নামে ভুয়ো বিল বানিয়ে এই কারবারি চলতো বলেই জানাচ্ছেন রোগীর পরিবারের সদস্যরা। ঘটনার জেরে জলপাইগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, একটি ডায়ালিসিস ইউনিট রয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে যেটি কলকাতার একটি সংস্থার দ্বারা পিপিপি মডেলে পরিচালিত হয়। রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের অভিযোগ, এই ডায়ালেসিস কর্তৃপক্ষ ভুয়ো বিল বানিয়ে দীর্ঘদিন ধরেই মৃত ব্যক্তিদের নামে টাকা আত্মসাৎ করছে। এই ঘটনার বিরুদ্ধে তাঁরা শুক্রবার হাসপাতাল চত্বরে একটি সাংবাদিক সম্মেলন করে এবং সাংবাদিকদের হাতে কিছু ভুয়ো বিলের কপি তুলে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহনের দাবি জানিয়েছেন।

   

সূত্রের খবর, রোগীদের পক্ষ থেকে যেই নামগুলির ভুয়ো বিলের কপি দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম ছিলেন দলবাহাদুর বিশ্বকর্মা। জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দলবাহাদুর পেশায় একজন পুলিশ আধিকারিক ছিলেন। তিনি মারা যান গত ২০২১ সালের ২৩শে জুনে। অভিযোগ ২০২১-এর জুন মাসের পর থেকে মৃত দলবাহাদুর বিশ্বকর্মার নামে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুয়ো বিল তৈরি হয়েছে। তাঁর পরিবার এই ঘটনা জানার পর রীতিমত অবাক হয়ে যান। উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওই পরিবার।

এরপরেই জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে থাকা ডাক্তার জ্যোতিষ চন্দ্র দাস বলেন, তিনি এইধরনের কোনও লিখিত অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর