পানীয় জলে কিলবিল করছে কেঁচো, পোকা! অভিষেকের কড়া পদক্ষেপের পর গ্রেফতার ইঞ্জিনিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ কাজে গাফিলতির অভিযোগ! তড়িঘড়ি কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই ২ ইঞ্জিনিয়ার-সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার (Diamond harbour) থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ প্রশাসন। ঘটনাটি ঠিক কী?

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের পাইপলাইনের জলে (Pipeline Water) বেশ কিছুদিন ধরে পোকা ও কেঁচো বের হচ্ছিল। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায় এলাকারই এক বাসিন্দা। সমস্যায় পড়ছিলেন স্থানীয় মানুষেরা। এরপরই জলের সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর কোনোক্রমে তা চোখে পরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো।

জানা গিয়েছে, সেই ভিডিয়ো নজরে আসতেই ডায়মন্ড হারবারের পুলিশ প্রশাসনকে তৎক্ষণাৎ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অভিষেক। এরপর পুলিশ স্থানীয় পুরসভা থেকে এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২জন ইঞ্জিনিয়ার ও পাম্প রক্ষণাবেক্ষণর এক ঠিকাদারকে আটক করে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের আটক করে পুলিশ।

arrested

প্রসঙ্গত, ২০১৭ সালে ডায়মন্ড হারবারে হুগলি নদী থেকে অপরিশোধিত জল তুলে তা পরিশোধনের মাধ্যমে মজুত করে প্রত্যেক ওয়ার্ডে জল সরবরাহের কাজ শুরু হয়। পাইপ লাইনের মাধ্যমেই সেই জল সরবরাহ করা হয়। প্রথম কিছুদিন ঠিক চললেও বছর দুই যেতেই পাইপ লাইনের জলে নোংরা ও অতিরিক্ত মাত্রায় লবণ পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। তবে কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে সেই জলেই নিজেদের দৈনন্দিন কাজ মেটাচ্ছিলেন এলাকাবাসী।

insects and earthworms in water

শীতকালে নোংরার সমস্যা কিছুটা কম থাকলেও হঠাৎ গরম বাড়তেই পানীয় জলের সমস্যা বাড়তে শুরু করে। এরপর, কিছুদিন যাবৎ নোংরার সাথে সাথে সেই পানীয় জল থেকে অজস্র পোকা ও কেঁচো বের হতে শুরু করে।‌ এই নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন এলাকাবাসী। এরই মধ্যে পুরসভার পাইপলাইন থেকে সরবরাহ সেই জলের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিষেকের নজরে আসে। এরপরই সাংসদের নির্দেশ মত তড়িঘড়ি পদক্ষেপ নিল প্রশাসন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর