সর্বকালীন রেকর্ড! ৭ লক্ষেরও বেশি জয়লাভ করে গোটা দেশের ফার্স্ট বয় তৃণমূলের অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ অক্ষরে অক্ষরে মিলে গেল অভিষেকের (Abhishek Banerjee) ভবিষ্যদ্বাণী। ফেল এক্সিট পোল। বিজেপিকে দশ গোল দিয়ে গোটা দেশে রেকর্ড গড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই তিনি বলে এসেছেন বঙ্গে তৃণমূল ৩০ এর বেশি আসন পাবে। ঘুরে ফিরে তাই হল। ওদিকে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ৭ লক্ষেরও বেশি জয়লাভ করে গোটা দেশের মধ্যে সর্বকালীন রেকর্ড গড়েছেন তৃণমূল সেনাপতি।

নবজোয়ার থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না, দিল্লির মোদী সরকারের বিরুদ্ধে সরকারি আওয়াজ তুলেছিলেন অভিষেক। আজ মানুষের হয়ে কাজ করার পুরস্কার পেলেন দলের সেকেন্ড ইন কমান্ড। মঙ্গলবার দিল্লিবাড়ির লড়াইয়ে যে ফলাফল, তাতে ২০২১ সালের বিধানসভা ভোটের পর লোকসভাতেও মমতা-অভিষেকেই আস্থা বাংলার মানুষের।

   

স্বাধীনতার পর থেকে গোটা দেশে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানের রেকর্ড গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সিআই পাতিলকে হারিয়ে ফার্স্ট বয় অভিষেক। লোকসভা নির্বাচনে গোটা রাজ্যেই উঠেছে সবুজ ঝড়। বিশেষ করে গোটা দক্ষিণবঙ্গে নজরকাড়া জয় পেয়েছে তৃণমূল।

Abhishek Banerjee meeting

আরও পড়ুন: রাজধানী হয়ে যাবে মরুভূমি! প্রকাশ্যে এল এক ভয় ধরানো কারণ, উদ্বেগ বাড়াল হাইকোর্টের তথ্য

এখনও পর্যন্ত বাংলায় ২৯ কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ১২ টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। একটি আসনে এগিয়ে কংগ্রেস। বাম শুন্য। ইতিমধ্যেই কৃষ্ণনগরে জিতে গিয়েছেন জোড়াফুল (Trinamool Congress) প্রার্থী মহুয়া মৈত্র। আসানসোলেও জয়ী হয়েছেন জোড়াফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সেই সঙ্গেই ব্যারাকপুর, বর্ধমান পূর্ব, বহরমপুর, যাদবপুর সহ বাংলার একাধিক আসনে জয়ের দিকে এগোচ্ছেন জোড়াফুল প্রার্থীরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর