টেলিপাড়ায় আবারো সম্পর্কের ভাঙন! রোশনিকে ছেড়ে প্রাক্তনের কাছে ফিরলেন দিব‍্যজ‍্যোতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলি ও টেলিপাড়ায় বিচ্ছেদের খবর নতুন নয়। গত বছর থেকে বিয়ের মরশুমের পাশাপাশি বহু জুটির হয় বিয়ে ভেঙেছে নয় সম্পর্কে ধরেছে ফাটল। এবার সেই তালিকায় আরো দুটি নাম যোগ হওয়ার গুঞ্জন উঠল, দিব‍্যজ‍্যোতি দত্ত (dibyajyoti dutta) এবং রোশনি তন্বী ভট্টাচার্য (roshni tanwi bhattacharya)। অর্থাৎ ‘দেশের মাটি’র কিয়ান ও ‘ফেলনা’র বেনী।

অনেকদিন ধরেই নেটপাড়ায় কানাঘুঁষো শোনা যাচ্ছিল সম্পর্কে জড়িয়েছেন দিব‍্যজ‍্যোতি ও রোশনি‌। শুরুটা হয় জিমে দুজনের একসঙ্গে ছবি পোস্ট করা দিয়ে। একসঙ্গে রিল ভিডিও বানিয়েছেন দুজনে। কিন্তু সম্পর্কের কথা উঠলেই কৌশলে এড়িয়ে গিয়েছেন দুজনেই। তাঁরা নাকি স্রেফ ভাল।বন্ধু, জিম পার্টনার এবং অবশ‍্যই রিল পার্টনার।


তাহলে হঠাৎ করে কী এমন ঘটল যার জন‍্য সঙ্গী বদলে ফেললেন দুজনেই। দিব‍্যজ‍্যোতি এখন রিল ভিডিও বানাচ্ছেন তাঁর অনস্ক্রিন প্রাক্তন প্রেমিকা পায়েল অর্থাৎ অনন‍্যা দাসের সঙ্গে। দেশের মাটি সিরিয়ালে দেখানো হয়েছে পায়েল কিয়ানের প্রাক্তন প্রেমিকা। তবে এখন নোয়ার সঙ্গে বিয়ে হয়েছে কিয়ানের। অপরদিকে ভিডিও বানানোতে রোশনির সঙ্গী হয়েছেন সিরিয়ালে তাঁরই সহ অভিনেতা দেবজ‍্যোতি রায়চৌধুরী অর্থাৎ ফেলনার মণীশ।


ইতিমধ‍্যেই অনন‍্যার সঙ্গে বেশ কিছু রিল ভিডিও বানিয়ে ফেলেছেন দিব‍্যজ‍্যোতি। তাঁর এই পরিবর্তন চোখে পড়েছে অনুরাগীদেরও। অনেকি প্রশ্ন করেছেন দিব‍্যজ‍্যোতি অনন‍্যা কি ডেট করছেন? এটা কি শুধুই সিরিয়ালের টিআরপি বাড়ানোর জন‍্য নাকি বাস্তবেই তাল কেটেছে দিব‍্যজ‍্যোতি রোশনির সম্পর্কে? উত্তর খুঁজছে অনুরাগীরা।

https://www.instagram.com/reel/CQ81gTqHl8Z/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CPstmlWDkJs/?utm_medium=copy_link

এর আগে জিমে ওয়ার্কআউট সেরে দিব‍্যজ‍্যোতির কাঁধে মাথা রেখে ক‍্যামেরাবন্দি হন রোশনি। তখন প্রশ্ন উঠলে সংবাদ মাধ‍্যমকে দিব‍্যজ‍্যোতি জানিয়েছিলেন তাঁরা দুজনে শুধুই জিম পার্টনার ও ভাল বন্ধু। তবে এবারে নেটিজেনদের মনে অনেক জিজ্ঞাসা থাকলেও কুলুপ এঁটেছেন দিব‍্যজ‍্যোতি রোশনি দুজনেই।

X