নোয়া-কিয়ানের বিচ্ছেদ ‘দেশের মাটি’তে, বাস্তবেও ক‍্যামেরার সামনে কেঁদে ভাসালেন দিব‍্যজ‍্যোতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক সিরিয়ালে অভিনয়ের সুবাদে টেলি দুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অভিনেতা দিব‍্যজ‍্যোতি দত্ত (dibyajyoti dutta)। এই মুহূর্তে দেশের মাটি (desher mati) সিরিয়ালে কিয়ানের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই সঙ্গে সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন ধ্রুবজ‍্যোতি।

দেশের মাটিতে এই মুহূর্তে দেখানো হচ্ছে কিয়ান, মাম্পি দুজনেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কাজের জন‍্য বিদেশে যেতে হচ্ছে কিয়ানকে। অপরদিকে রাজা মাম্পির প্রেমটা সবে শুরু হতেই বেজেছে বিচ্ছেদের সুর। কলকাতায় চলে যেতে হবে মাম্পিকেও। কিন্তু স্বরূপনগর ছেড়ে, রাজাকে ছেড়ে একেবারেই যাওয়ার ইচ্ছা নেই তার‌। সব মিলিয়ে দেশের মাটির দর্শকদেরও মন খারাপ।


এদিকে রিলের মন খারাপের ছোঁয়া রিয়েলেও লেগেছে কিয়ান ওরফে দিব‍্যজ‍্যোতির। অন্তত তাঁর সাম্প্রতিক ভিডিও তাই বলছে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। সেখানে হাউহাউ করে কাঁদতে দেখা যাচ্ছে তাঁকে। ব‍্যাকগ্রাউন্ডে চলছে তানভির ইভানের ‘ছেড়ে যেওনা’। ক‍্যাপশনে দিব‍্যজ‍্যোতি লিখেছেন, ‘কোন এক নাম না জানা বিরহ’।

দিব‍্যজ‍্যোতিকে এভাবে কাঁদতে দেখে চিন্তায় পড়েছেন তাঁর অনুরাগীরা‌। কেন কাঁদছেন তিনি? পাওয়া যায়নি উত্তর। দিব‍্যজ‍্যোতির অনুরাগীরা বলছেন, ‘তোমার কান্না দেখে আমাদেরও চোখে জল চলে আসছে।’ সাত হাজার লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে।

https://www.instagram.com/p/CPSe1W9tMac/?utm_medium=copy_link

সম্প্রতি ‘ফেলনা’ অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্যর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে দিব‍্যজ‍্যোতির। অবশ‍্য এমন গুঞ্জনের কারণও আছে। একই জিমে শরীরচর্চা করেন দিব‍্যজ‍্যোতি ও রোশনি। সম্প্রতি দুজনে বেশ ঘনিষ্ঠ ভাবে ধরা দিয়েছেন একই ফ্রেমে।

https://www.instagram.com/p/COfxq1NNgfE/?utm_medium=copy_link

জিমে ওয়ার্কআউট সেরে দিব‍্যজ‍্যোতির কাঁধে মাথা রেখে ক‍্যামেরাবন্দি হন রোশনি। বলা বাহুল‍্য তুমুল ভাইরাল হয় ছবিটি। এর পরেই প্রশ্ন ওঠে দুজন কি লুকিয়ে প্রেম করছেন? তখন সংবাদ মাধ‍্যমকে দিব‍্যজ‍্যোতি জানিয়েছিলেন তাঁরা দুজনে শুধুই জিম পার্টনার ও ভাল বন্ধু।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

X