আবারো কালো-ফর্সার গুণবিচারের গল্প, তেলুগু সিরিয়ালের বাংলা রিমেক নিয়ে আসছে স্টার জলসা

বাংলাহান্ট ডেস্ক: যুগ এগোলেও গায়ের রং দিয়ে তুল‍্যমূল‍্য বিচারের বদভ‍্যাস এখনো রয়ে গিয়েছে সমাজে। গল্প নয়, বাস্তব জীবনে অভিনেত্রীরা সমাজের একাংশের এই নীচ মানসিকতার শিকার হয়েছে। ধ‍্যান ধারনা বদলাতে সিরিয়ালের (bengali serial) আকারে ভাল বার্তাও কম দেওয়া হয়নি। কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার ‘কৃষ্ণকলি’। এক তথাকথিত কৃষ্ণাঙ্গীর নিজের প্রতিভা প্রকাশের লড়াই উঠে এসেছিল সেই সিরিয়াল।

এবার ফের কিছুটা একই ধরনের গল্পের আভাস মিলল স্টার জলসার নতুন সিরিয়াল, ‘অনুরাগের ছোঁয়া’তে। রূপ না গুণ? কী দিয়ে যায় মনের মানুষ চেনা? এই ট‍্যাগ লাইনেই প্রকাশ‍্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। ‘দেশের মাটি’ শেষ হওয়ার পর এই সিরিয়ালে ফের নায়কের চরিত্রে দিব‍্যজ‍্যোতি দত্ত (dibyajyoti dutta)। চিকিৎসকের চরিত্রে রয়েছেন তিনি, যিনি কিনা সাক্ষাৎ ‘ধন্বন্তরি’।

IMG 20220120 165654
প্রোমোতে দেখা যায়, বিনা পয়সায় দরিদ্র মানুষের চিকিৎসা করছে দিব‍্যজ‍্যোতি। তখনি তাঁর এক বন্ধু দেখায় এক মেয়েকে। ডানাকাটা সেই পরী আবার অত‍্যন্ত অভদ্র স্বভাবের। এক ভিখারিণীকে বিনা কারণে অপমান করে তাড়িয়ে দেয় সে। তখনি আবির্ভাব হয় গল্পের নায়িকার। রূপে তথাকথিত ‘ফর্সা, সুন্দরী’ না হলেও তার নরম মনের পরিচয় পেয়ে মুগ্ধ গল্পের নায়ক।

ভাগ‍্যের খেলায় প্রথম দেখা সুন্দরী নায়িকার সঙ্গেই দিব‍্যজ‍্যোতির বিয়ে ঠিক হয়। কিন্তু নায়কের মন কেড়ে নেয় নম্র মেয়েটিই। মা যতই বলুক না কেন, ফর্সা রূপবতী পাত্রীকেই ছেলের বৌ বানাবেন। দিব‍্যজ‍্যোতি ঘোষনা করে, গুণটাই আসল।

https://www.instagram.com/tv/CY6S7UOtYWy/?utm_medium=copy_link

এদিকে প্রোমো দেখে নেটনাগরিকদের মাঝে শোরগোল। অনেকেই দাবি করেছে, এটি আসলে তেলুগু সিরিয়াল ‘কার্তিক দীপম’ এর বাংলা রিমেক। ‘কার্তিক পূর্ণিমা’ নামে হিন্দি রিমেকও হয়েছে এই সিরিয়ালের। আবার অনেকে দাবি করেছেন, সব সিরিয়ালই ‘ওগো নিরুপমা’র মতো হয়ে যাচ্ছে। শুধু গল্পটাই উলটো।

দিব‍্যজ‍্যোতি ছাড়াও সিরিয়ালে রয়েছেন স্বস্তিকা ঘোষ, মল্লিকা মজুমদার, রূপাঞ্জনা মিত্ররা। শ‍্যামবর্ণা মেয়ের গল্প একাধিক বার দেখা গিয়েছে বাংলা সিরিয়ালে। একই ধরনের গল্প দেখতে দেখতে অনেকেই বিরক্তিও প্রকাশ করেছেন। এবার দেখার পালা নতুন সিরিয়াল কতটা প্রত‍্যাশা পূরণ করতে পারে দর্শকদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর