দিদির উল্টো পথে হেঁটে মোদীকে চিঠি পাঠিয়ে রামনবমীর শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) উল্টো পথে হেঁটেই রামনবমীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। মঙ্গলবার এক দীর্ঘ চিঠিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা মোকাবিলায় একগুচ্ছ প্রস্তাবও দিয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ।

তৃণমূল ছেড়ে বিজেপিতে পা রাখা শুভেন্দু অধিকারীর সম্পর্কে ভাই হন দিব্যেন্দু অধিকারী। দলের বিপরীতে গিয়ে মোদী জিকে শুভেচ্ছা পাঠানোয় উঠেছে নানা প্রশ্ন। এমনকি সোমবার যখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বদলে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে করোনা মোকাবিলার জন্য সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছিলেন, তখন থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

Mamata Banerjee will not hold any more big meetings in Kolkata

রামনবমী প্রসঙ্গে মঙ্গলবার মুর্শিদাবাদের ভগবানগোলার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা ব্যানার্জি বলেন, ‘বিজেপি হিংসা ছড়ানোর পরিকল্পনা করছে এই রামনবমীতে। সেই প্ররোচনায় কেউ পা দেবেন না’।

সভায় তৃণমূল নেত্রীর এই বার্তা দেওয়ার পরই তাঁর বেসুরো সুর শোনা গেল দিব্যেন্দু অধিকারীর গলায়। তিনি চিঠিতে লেখেন, ‘দেশের সাহসী প্রধানমন্ত্রীকে রামনবমী উপলক্ষে আমি শুভেচ্ছা জানাই। এই ভয়ানক করোনা ভাইরাসের বিরুদ্ধে অভূতপূর্ব লড়াইয়ে তিনি সাহসী প্রচেষ্টা করে যাচ্ছেন। একজন দেশবাসী হিসেবে আপনার যোগ্য নেতৃত্ব এবং চিকিৎসাবিজ্ঞান তথা করোনা যোদ্ধাদের উপর আমাদের অগাধ ভরসা রয়েছে’।

মমতা ব্যানার্জি করোনা মোকাবিলায় মোদী জির শুধু খুঁত ধরলেও, দিব্যেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করে তাঁকে করোনা মোকাবিলায় একগুচ্ছ প্রস্তাবও দিয়েছেন। তিনি লিখেছেন, স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সেগুলোকে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা, করোনা মোকাবিলার ক্ষেত্রে সেনা এবং আধাসামরিক বাহিনীকে কিভাবে কাজে লাগানো যায়, তাঁর প্রচেষ্টা করা। অক্সিজেনের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আয়ূষ এবং পশু চিকিৎসকদেরও এই কাজে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন দিব্যেন্দু অধিকারী।

X