দিল্লীতে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক তৃণমূল সাংসদের, বাড়ছে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দল বদলের সাথে সাথেই অধিকারী পরিবারের সাথে দূরত্ব বাড়তে শুরু করে তৃনমূলের। এমনকি বিজেপির মহাসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) সাথে উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারীও (Sisir Adhikari )। যার জেরে অধিকারী পরিবারের চারভাগের তিনভাগই যে এখন পদ্মশিবিরে তা বলা বাহুল্য। একমাত্র ব্যতিক্রম ছিলেন শুভেন্দুর ভাই তথা সাংসদ দিব্যেন্দু (Dibyendu Adhikari)। সকলে মোটামুটি সরাসরি গেরুয়া সুরে তাল মেলালেও মৌন ছিলেন তিনি। যদিও নির্বাচনেও সেভাবে সক্রিয় হয়ে উঠতে দেখা যায়নি দিব্যেন্দুকে।

ইতিমধ্যেই কাঁথির সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের জন্য লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন বর্ষিয়ান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। অন্যদিকে সাংসদ দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধেও উপর মহলের কাছে অভিযোগ জানানো হয়েছে মেদিনীপুর জেলা তৃণমূল তরফে। কিন্তু শিশির অধিকারীর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা গ্রহণ করলেও দিব্যেন্দুর ব্যাপারে তেমন কোনো ভূমিকা নেয়নি দল। যদিও দূরত্ব যে বাড়ছিল তা একপ্রকার ছিল স্পষ্ট।

এবার আচমকাই জল্পনা আরও বাড়িয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠক করলেন তমলুকের এই সাংসদ। জানা গিয়েছে, মঙ্গলবার প্রায় মধ্যরাতে রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনে দীর্ঘক্ষন বৈঠক হয় এই দুই বর্ষীয়ান রাজনীতিকের। যদিও বৈঠকের বিষয়ে সেভাবে সামনে আসেনি, দিব্যেন্দু নিজেও প্রধানমন্ত্রী বৈঠক সম্পর্কে কিছু বলতে চাননি। কিন্তু অনেকেই মনে করছেন ফের একবার তৃণমূলে স্পষ্ট হচ্ছে দলবদলের জল্পনা।

Dibyendu Adhikari 1

দিব্যেন্দুর দাদা শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ তথা রাজ্যের বিরোধী দলনেতা। আর তাই দিব্যেন্দুর বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা বলেই মনে করেছিলেন অনেকে। যদিও এই বৈঠকের পরেও সে বিষয়ে কোনো আলোকপাত করতে চাননি তমলুকের সংসদ। বরং কার্যত বৈঠকের কথা উড়িয়েই দিয়েছেন তিনি। তবে সূত্রের খবর, এই বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে আরও বেশি করোনার টিকা বাংলায় পাঠানোর আর্জি জানিয়েছেন দিব্যেন্দু। শুধু তাই নয়, শোনা যাচ্ছে জাল ভ্যাকসিন কান্ড নিয়েও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন তিনি। তাই আগামী দিনে এখন এই সমীকরণ কোন নতুন মোড় নেয় সেটাই দেখার।

Abhirup Das

সম্পর্কিত খবর