কার্নিভালে দিদির পাশে সূর্য, রাজনীতিতে আসছেন অভিনেতা! জল্পনা সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্ক : পুজো শেষ হতেই রেড রোডে আয়োজিত হল বিশেষ শোভাযাত্রা। কলকাতার প্রায় ১০১ টি বারোয়ারি পুজোর উদ্যোক্তারা অংশ নিয়েছিলেন এই পুজোয়‌। কার্নিভালে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। আর সেই সাথে দেখা মিলল টলিপাড়ার একঝাঁক তারকাদের। এইদিন বুম্বাদা থেকে শুরু করে হাজির ছিলেন বঙ্গ ক্রাশ দিব্যজ্যোতিও (Dibyojyoti Dutta)।

এমনিতে পুজোর চারদিন কাজ বন্ধ থাকে টলিপাড়ায়। একাদশী থেকে ফের শুরু হয়েছে কাজ। ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন অনুরাগের ছোঁয়া’র সূর্যও। ফিরেই যোগ দিয়েছেন পুজো কার্নিভালে। শুধু তাই নয়, এইদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন নায়ক। গদ গদ ভাষায় ক্যপশনও লিখেছেন তিনি।

পর্দার সূর্য বলেন, ‘আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় দিদি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দোপাধ্যায়কে যার উৎসাহ এবং ঐকান্তিক চেষ্টায় আজ বাঙালির দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে বিশ্ব সমাদৃত। এই আনন্দমুখর সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি।’

আরও পড়ুন : জয়া-রেখাও ফেল, যার হাতে চড় খেয়েছিলেন সেই নারীতেই মগ্ন অমিতাভ! কবুল করলেন নিজেই

পাশাপাশি এইদিন কার্নিভালে উপস্থিত ছিলেন টলিপাড়ার দুই সুপারস্টার প্রসেনজিৎ এবং দেব-ও‌। দুজনের পরনেই ছিল পাঞ্জাবি। এদিকে রিজওয়ান, লাভলি মিত্র, সুভদ্রা-র মত জনপ্রিয় টেলি তারকারাও মঞ্চ মাতালেন। তবে এসবের মধ্যেই সকলের নজর কেড়ে নিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত। রেড রোডে জমিয়ে পারফর্ম করলেন তিনি।

কার্নিভালে ঋতুপর্ণার পরনে ছিল, গোলাপি পাড় অফ হোয়াইট শাড়ি। দেখা মিলল টলিপাড়ার অন্যান্য নায়িকাদেরও। নীল পাড়, কমলা শাড়িতে ঝলমল করলেন স্বস্তিকা। অন্যদিকে শ্রীভূমির পুজো কমিটির হয়ে রেড রোডে পারফর্ম করলেন সায়ন্তিকা।

 

পৌঁছেছিলেন স্বস্তিকা, কৌশানিরা। নীল পাড় কমলা শাড়িতে ধরা দিলেন স্বস্তিকা। শ্রীভূমির পুজো কমিটির হয়ে রেড রোডে পারফর্ম করলেন ‘মহানায়িকা’ সায়ন্তিকা। দেখা গেল নীল-তৃণার ধামাকাদার পারফরম্যান্স। পাশাপাশি ছোটপর্দার নতুন বৌ মিষ্টি সিং-ও হাজির ছিলেন। সাথে উপস্থিত ছিলেন বর রেমো।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর