বাংলা হান্ট ডেস্ক: আমাজন জঙ্গল রক্ষায় এক সঙ্গে কাজ করবেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং উইল স্মিথ। মূলত স্মিথের পরিবেশবান্ধব পানি কোম্পানি জাস্ট ওয়াটারের সঙ্গে কাজ করবেন ডিক্যাপ্রিও।
লাইফস্টাইল ম্যাগাজিন লাইভকিন্ডলে জানায়, পরিবেশবান্ধব জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যালবার্ডের সঙ্গে কাজ করবে জাস্ট ওয়াটার। অ্যালবার্ডের অন্যতম বিনিয়োগকারী হচ্ছেন ডিক্যাপ্রিও।
জুলাই মাসে দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন সংযুক্ত হয়ে যায় আর্থ অ্যালায়েন্স’র সঙ্গে। পৃথিবীর জলবায়ু ও পরিবেশ পরিবর্তন মোকাবিলায় জরুরি ভিত্তিতে কাজ করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।
হলিউড তারকা ডিক্যাপ্রিও তার দুই বন্ধু লরিন পাওয়েল জবস এবং ব্রিয়ান শেথকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আর্থ অ্যালায়েন্স’র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই অর্থ আমাজন সংরক্ষণের জন্য স্থানীয় ৫টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।
এ দুই পরিবেশবান্ধব প্রতিষ্ঠান দুইটি স্নিক্যার প্রস্তুত ও বাজারজাতকরণ করবে। ট্রি রানার্স এবং ট্রি টপার্স নামে এই দুই স্নিকার বাজারে ছাড়া হবে নির্দিষ্ট সংখ্যক। এগুলোর বিক্রির টাকা দান করা হবে আমাজন রক্ষায়। এর আগেও দাবানলে ক্ষতিগ্রস্ত ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজনের সংরক্ষণে ডিক্যাপ্রিওর প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্স এগিয়ে আসে। প্রতিষ্ঠানটির পক্ষে এই হলিউড তারকা ৫০ লাখ ডলার সাহায্যের অঙ্গীকার করেন।