বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে টিনসেল টাউনের সবথেকে চর্চিত জুটিদের মধ্যে অন্যতম অনন্যা গুহ (Ananya Guha) এবং সুকান্ত কুণ্ডু। ছোটপর্দার অতি পরিচিত মুখ অনন্যা, অন্যদিকে কনটেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় সুকান্তও বেশ জনপ্রিয়। দুজনের জুটিটা নেটিজেনদেরও খুবই প্রিয়। শীঘ্রই জীবনের নতুন ধাপে পা দিতে চলেছেন তাঁরা। আগামী ফেব্রুয়ারি মাসেই হবে এনগেজমেন্ট। চলছে তারই প্রস্তুতি। এর মাঝে কি সময়ের আগেই বাগদান সেরে ফেললেন তাঁরা?
এখনই শুভকাজ সেরে ফেললেন অনন্যা (Ananya Guha) সুকান্ত
অনন্যা (Ananya Guha) সুকান্তর এনগেজমেন্ট নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। কিছুদিন আগেই ডেট ফাঁসও করেছেন তাঁরা। প্রথমে মনে করা হয়েছিল, অনন্যার (Ananya Guha) জন্মদিনেই আংটি বদল করবেন তাঁরা। কিন্তু সম্প্রতি জুটি জানান, আগামী ২৫ শে ফেব্রুয়ারি সেই দিন। সকালে হবে আশীর্বাদের অনুষ্ঠান আর সন্ধ্যায় হবে এনগেজমেন্ট পার্টি। কিন্তু যুগলের সাম্প্রতিক কিছু ছবি দেখে নতুন করে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হল ছবি: কিছু ছবি শেয়ার করেছেন অনন্যা (Ananya Guha) সুকান্ত। সেখানে বেশ ঘনিষ্ঠ হয়ে ধরা দিয়েছেন দুজনে। সুদৃশ্য ব্যালকনিতে বসে দুজনে। কাঁচের গায়ে লেখা, ‘আমাকে বিয়ে করবে?’ বেশ কিছু ছবিতে অনামিকায় আংটিও দেখা গিয়েছে সুকান্তর। সঙ্গে নজর কেড়েছে অনন্যার (Ananya Guha) ক্যাপশন। তিনি লিখেছেন, ‘ওকে দিয়ে হ্যাঁ বলালাম’। সঙ্গে সুকান্ত কমেন্ট করেছেন, ‘সারা জীবনের জন্য বুক হয়ে গেলাম’।
আরো পড়ুন : পরপর ধাক্কা! অনস্ক্রিন বউয়ের পর এবার বিয়ে সারলেন ‘অনিকেত’ রণজয়ের প্রাক্তন প্রেমিকা
আগেই করেছিলেন প্রোপোজ: এই ছবিগুলি দেখেই অনেকে প্রশ্ন করেছেন, তবে কি গোপনে বাগদান সেরে নিলেন অনন্যা (Ananya Guha) সুকান্ত? প্রসঙ্গত, ২১ তে পা দেওয়ার আগেই বাগদানও সেরে ফেলছেন অনন্যা। গত বছর ডিসেম্বর মাসেই পাহাড়ে গিয়ে প্রেমিকাকে প্রোপোজ করেছিলেন সুকান্ত।
আরো পড়ুন : মেয়েই উদ্যোগ নিয়ে দিয়েছেন মায়ের দ্বিতীয় বিয়ে, হানিমুনেও মল্লিকা-রুদ্রজিতের সঙ্গী হবেন গরিমা!
মনে করা হচ্ছে, এখন পরস্পরকে প্রোপোজ করলেও আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বাগদান সারবেন যুগলে। আসন্ন বিয়ের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এই জুটি। অনন্যা সুকান্তর এনগেজমেন্টের ছবি দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।