বাংলাহান্ট ডেস্ক: বিয়ে করে নিলেন অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande) ও ভিকি জৈন (vicky jain)! মরাঠি বিয়ের রীতি মেনে সেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অঙ্কিতার হবু বর, যার জেরেই যত গুঞ্জন, প্রশ্নের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় কার্যত শুভেচ্ছা জানানোর বান ডেকেছে বলিপাড়ার এই লাভবার্ডসকে।
ছবিতে দেখা যাচ্ছে গোলাপি ও সোনালি পাড়ের হালকা সবুজ শাড়িতে সেজেছেন অঙ্কিতা। পাশে কুর্তা পাজামায় ছিমছাম সাজে ভিকি। দুজনেরই মাথায় পড়া মুণ্ডাভল্য, মরাঠি বিয়ের একটি সাবেকি গয়না। একমুখ হাসি নিয়ে ভিকির সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন অঙ্কিতা। অঙ্কিতার শেয়ার করা ছবিতে ভিকির কোলে বসতে দেখা গিয়েছে তাঁকে।
অঙ্কিতার পোস্ট থেকেই জানা গেল, এখনো বিয়ে হয়নি তাঁদের। তবে শীঘ্রই হবে। প্রাক বিয়ের রীতি অনুষ্ঠানেরই ছবি শেয়ার করেছেন অঙ্কিতা ভিকি। পোস্টের কমেন্ট বক্সে অবশ্য শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। দুজনকে একসঙ্গে খুব ভাল মানিয়েছে, বক্তব্য নেটিজেনদের। তাঁদের ভবিষ্যৎ জীবন সুখের হোক, এমনটাই প্রার্থনা শুভাকাঙ্খীদের।
https://www.instagram.com/p/CXAecRaI308/?utm_medium=copy_link
আগে জানা গিয়েছিল ১৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি অঙ্কিতা। ১২ থেকে ১৪ মোট তিনদিন ধরে চলবে বিয়ের নানাবিধ অনুষ্ঠান। হালের ট্রেন্ড অনুযায়ী ডেস্টিনেশন ওয়েডিংয়েরই শখ ছিল অঙ্কিতার। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে সে শখকে বিদায় জানাতে হয়েছে তাঁর। মুম্বইতেই এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর।
https://www.instagram.com/p/CXAubN4INvI/?utm_medium=copy_link
কম দিনে গোটা অনুষ্ঠান সারতে সকাল বিকেল মিলিয়ে আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকেই শুরু হবে হুল্লোড়। এদিন সকালে হবে মেহেন্দি সেরেমনি এবং বিকেলে বাগদান অনুষ্ঠান। ১৩ ডিসেম্বর সকালে একসঙ্গে হলদি অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান হবে অঙ্কিতা ভিকির। সেদিন রাতেই জমজমাট সঙ্গীত অনুষ্ঠান।
অবশেষে ১৪ ডিসেম্বর সকালে সাত পাক ঘুরবেন অঙ্কিতা ভিকি। সকালে বিয়ে সেরে আবার সেদিন সন্ধ্যাতেই রিসেপশনের সাজে সেজে উঠবেন নবদম্পতি। তবে এখন এই ছবি দেখে মনে করা হচ্ছে আজই হয়তো বিয়েটা সেরে নেবেন তাঁরা।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই