বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক অতীতে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (2024 T-20 World Cup)। তার আগে প্রস্তুতির মঞ্চ হিসাবে আইপিএল (IPL 2024) খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের কাছে। কিন্তু ভাইরাল ওই খবরে দাবি করা হয়েছে যে আসন্ন আইপিএলে বাংলাদেশের (Bangladesh Cricket Team) ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে না।
আইপিএলে সুযোগ পান না পাকিস্তানীরা:
২০০৮ সালে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা আরম্ভ হয়েছিল তখন সকল ক্রিকেট খেলিয়ে দেশের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু তার পরের বছর থেকে মুম্বাইয়ের নৃশংস জঙ্গি হানায় পাকিস্তানের যোগ পাওয়ার পর থেকে এই দেশে ক্রিকেটারদের আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় না। এবার কি এমনটা বাংলাদেশের সাথেও হতে চলেছে?
আসল ঘটনা কি?
তবে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ করতে না দেওয়ার সুযোগ নিয়ে যে খবরটি ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। আইপিএল গভর্নিং বডি এবং বিসিসিআইয়ের তরফ থেকে এরকম কোনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। যার উঠেছে সেটি সম্পূর্ণ একটি উড়ো খবর।
আরও পড়ুন: শাহরুখের জায়গায় সৌরভ! বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মহারাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা মমতার
এমনিতেই কি সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেটাররা?
তবে এটা ঠিক এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে খুব কম ক্রিকেটেরই এমন রয়েছেন যারা আইপিএল খেলার যোগ্য। গতবছর একমাত্র ধারাবাহিকভাবে আইপিএল খেলতে পেরেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামা মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান এবং লিটন দাস কলকাতা নাইট রাইডার্স দলের অংশ হলেও তাদের পুরো সময় না পাওয়া যায় নাইট শিবির তাদের রিলিজ দিয়ে দেয়।
আরও পড়ুন: গোটা বিশ্বকাপে হতাশ করেছেন, তাই মোদী ভক্তদের প্রিয় এই ক্রিকেটারকে দল থেকে ছুঁড়ে ফেললো BCCI
বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটার:
সদ্য সমাপ্ত ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স খুব একটা মনে রাখার মত ছিল না। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপে কিছু ভালো পারফরম্যান্স করে তৌহিদ হৃদয় নামের এক ব্যাটার নজর কেড়েছেন অনেকের। সামনের আইপিএলের মিনি অকশনে একমাত্র তিনিই সুযোগ পেতে পারেন কোনও দলে যদি তিনি নিজে আগ্রহ দেখান এই টুর্নামেন্টে খেলার জন্য।