পাল্টে গেল ১৯-এর চিত্র! রাজ্যে ভরাডুবির পর ‘মাস্টারমাইন্ড’ মুকুলের গুরুত্ব টের পাচ্ছে BJP?

বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা ভোটের (Loksabha Vote) গণনা। পাকা ফলাফল হাতে আসতে এখনও কিছুক্ষণের অপেক্ষা। তবে যা ট্রেন্ড চলছে তাতে বাংলায় (West Bengal) মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ফেল হয়েছে সমস্ত এক্সিট পোল। পশ্চিমবঙ্গে বর্তমানে ২৯-টি আসনে এগিয়ে তৃণমূল। ১২ টি আসনে এগিয়ে বিজেপি (BJP)। একটি তে এগিয়ে কংগ্রেস। এই কিছুদিন আগেই প্রধানমন্ত্রী বাংলায় এসে বলেছিলেন এখানে সবথেকে ভালো ফল করবে গেরুয়া শিবির। তাহলে কোন ‘জাদুবলে’ খেলা ঘোরাল তৃণমূল? প্রশ্ন উঠছে বিজেপির অন্দরেই।

২০১৯ সালে রাজ্যের চিত্রটা একেবারেই ভিন্ন ছিল। সেবার জয়লাভ করলেও বিজেপির কাছে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল তৃণমূলকে। এক ধাক্কায় বিজেপির ঝুলিতে এসেছিল ১৮ খানা আসন। উঠেছিল গেরুয়া ঝড়। আর ২০১৯ এর কথা বললেই মাথায় আসে বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায়ের (Mukul Roy) কথা। সেবার সামনের সারি থেকে বিজেপির হয়ে জান-প্রাণ দিয়ে লড়েছিলেন তিনি। কান্ডারি ছিলেন দিলীপ ঘোষও। বর্তমানে দিলীপ কোনো রকমে টিকে থাকলেও দলে নেই মুকুল রায়। ২৪-র ভোটে রাজ্যে ভরাডুবির পর কী মুকুলবাবুর গুরুত্ব টের পাচ্ছে বিজেপি?

ফিরে যাওয়া যাক ২০১৯ সালে। দীর্ঘ দিন তৃণমূলে থাকার পরে ২০১৭ সালের নভেম্বর মাসে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। আর তারপরই ম্যাজিক। বঙ্গে বিজেপিকে অক্সিজেন জোগাতে শক্ত হাতে হাল ধরেন নেতা। যেখানে ২০১৪ সালে মাত্র দু’খানা আসন গিয়েছিল বিজেপিতে, সেখানে উনিশে দিলীপের নেতৃত্বে ১৮ আসনে ফুটেছিল পদ্ম।

এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তাকে প্রার্থী করেছিল বিজেপি। সেবারে বঙ্গে ৭৭ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। দিলীপ-মুকুল দুই মাস্টারমাইন্ডের দৌরাত্ম্য দেখেছিল গোটা রাজ্য। তবে এরপরই ছন্দপতন। জেতার পর জুন মাসে তিনি আবার তৃণমূলে ফেরেন মুকুল রায়। যদিও শারীরিক অসুস্থতার কারণে আর সক্রিয় হননি রাজনীতিতে।

mukul roy, suvendu adhikari

আরও পড়ুন: তৃণমূল, বিজেপি নয়! সিপিএমকে গো হারান হারাল সঙ্গী কংগ্রেসই, কেরলে হয়ে গেল খেলা

ধীরে ধীরে বয়স আর অসুস্থতার ভারে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুকুলবাবু। বর্তমানে তিনি বেশ অসুস্থ। মাঝেমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এরই মধ্যে গত বছর এপ্রিল মাসে দিল্লিতে চলে যান অসুস্থ মুকুল রায়। শোনা গিয়েছিল রাজধানীতে অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। তবে কেউ তার ডাকে সাড়া না দেওয়ায় খালি হাতেই ফিরে আসেন নেতা। এই লোকসভা ভোটে জোর ধাক্কা খাওয়ার পর মুকুল রায়ের অনুপস্থিতি কী অনুভব করল গেরুয়া শিবির? প্রসঙ্গ কিন্তু উঠছেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর