সিপিএমের ঝান্ডা নিয়ে পথে নামলেন দেব, তৃণমূল সাংসদ এখন বামে?

বাংলাহান্ট ডেস্ক: বাম দলে যোগ দিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)! মঙ্গলবার থেকে সোশ‍্যাল মিডিয়ায় এমনি জল্পনা ঘুরে বেড়াচ্ছে। ব‍্যাপারটা কী? আসলে সম্প্রতি নেটমাধ‍্যমে একটি ছবি ব‍্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সিপিএমের মিছিলে স্লোগান দিচ্ছেন দেব। ঘাটালের তৃণমূল সাংসদ কি এবার সবুজ ছেড়ে লালে?

প্রশ্ন তুলেছিল নেটিজেনরা। এমনকি অনেকে এমনো বলেছিলেন, নিজের জেঠুর পথেই পা বাড়ালেন দেব। অভিনেতার পরিবারে অনেকদিন ধরেই রাজনীতির চর্চা রয়েছে। তাঁর জেঠু ছিলেন ঘাটালের তৃণমূল নেতা। বামপন্থী পরিবার থেকে উঠে এসেও তৃণমূলে যোগ দেন দেব। ঘাটালের সাংসদও হন। তবে সিপিএমের মিছিলে হাঁটার এই ছবির ব‍্যাপারটা কী?

1647953808286
উত্তরটা দিয়েছেন দেব নিজেই। তিনি কোথাও যাননি, ঘাসফুলেই আছেন। শুধু অভিনয়ের খাতিরে পা মেলাতে হয়েছিল সিপিএমের মিছিলে। আজ্ঞে হ‍্যাঁ, পুরো বিষয়টাই ঘটেছে পর্দায়। দেবের আসন্ন ছবি ‘কিশমিশ’ এর ট্রেলারে দেখা গিয়েছে এমনি একটি দৃশ‍্য।

ছবিতে তিনটি সময়ের তিনটি চরিত্রে অভিনয় করেছেন দেব। একটি কলেজ পড়ুয়া টিনটিন। দ্বিতীয় তারই ভবিষ‍্যতে কমিক শিল্পী টিনটিন আর তৃতীয় চরিত্রটি বেশ অনেক বছর আগেকার। এই তৃতীয় চরিত্রকেই পাজামা পাঞ্জাবি পরে মিছিলে স্লোগান দিতে দেখা গিয়েছে ট্রেলারে। পেছনে সিপিএমের ঝান্ডাধারী অন‍্য অভিনেতারা।

ট্রেলারটি শেয়ার করে দেব লিখেছেন, ‘আজ থেকে কিশমিশ শেখাবে ভালবাসার নতুন মানে।’ দেবের প্রযোজনা সংস্থার বহু প্রতীক্ষিত ছবি ‘কিশমিশ’। সেই ২০২০ তে ছবির শুটিং শুরুর ঘোষনা সেরেছিলেন দেব। মিষ্টি প্রেমের মিষ্টি কাহিনি নিয়ে দর্শকদের মন জয় করতে তৈরি ছিল কিশমিশ। কিন্তু করোনা আবহে সে বছর পুজোয় ভেস্তে গিয়েছিল ছবির মুক্তি।

গত বছর ক্রিসমাসে ‘কিশমিশ’ মুক্তির কথা থাকলেও তার বদলে মুক্তি পায় টনিক। অবশেষে আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। দেবের বিপরীতে ছবিতে রয়েছেন রুক্মিনী মৈত্র।


Niranjana Nag

সম্পর্কিত খবর