প্রেম ভাঙল শ্রীতমা-গঙ্গারামের! সোশ‍্যাল মিডিয়া থেকে রাতারাতি উধাও সমস্ত ঘনিষ্ঠ ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিচ্ছেদ জ্বরে কাঁপছে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি। টলিপাড়া থেকে টেলিপাড়া ছবিটা সর্বত্র একই। এমনকি যে জুটিরা নিজেদের ব‍্যক্তিগত সম্পর্কের জমাটি রসায়নের জন‍্য পরিচিত ছিলেন তাঁদেরও ভাঙনের খবর প্রকাশ‍্যে আসছে। এমনি এক জুটি অভিষেক বোস (abhishek bose) ও দিয়া মুখার্জি (diya mukherjee)। অর্থাৎ ‘গঙ্গারাম’ এবং ‘শ্রীতমা’। গোটা টেলিভিশন জগৎ জানতো তাঁদের সম্পর্কের কথা। কিন্তু এই জুটিরও বিচ্ছেদের খবরে এখন হতবাক নেটিজেনরা।

অভিষেক ও দিয়ার প্রেমের বয়স বেশ কয়েক বছর। কখনোই সম্পর্কটা লুকিয়ে রাখেননি তাঁরা। দুজনের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে উঁকি দিলেই চোখে পড়ত একসঙ্গে তোলা একাধিক ছবি। ‘পড়ত’ কারণ দুজনের অ্যাকাউট থেকেই এখন উড়ে গিয়েছে সে সব ছবি। একসঙ্গে যে কটি ছবিগুলি তুলেছিলেন অভিষেক দিয়া সবই সোশ‍্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন তাঁরা।


দিয়ার প্রোফাইলে রয়ে গিয়েছে শুধুমাত্র একটি ছবি। সেটিও বছর তিন আগে ‘সীমারেখা’ সিরিয়ালের সময়কার। এই সিরিয়ালের মাধ‍্যমেই দুজনের প্রেমের সূত্রপাত। অভিষেকের প্রোফাইলে তাও অবশিষ্ট নেই। তবে ছবি মুছে ফেললেও ইনস্টাগ্রামের ফলোয়িং তালিকায় কিন্তু এখনো রয়ে গিয়েছে একে অপরের নাম।

অথচ দিয়া অভিষেকের ঘনিষ্ঠ সূত্রের খবর দুজনের বিচ্ছেদ নাকি হয়ে গিয়েছে। কিন্তু যতক্ষণ না তাঁরা প্রকাশ‍্যে স্বীকার করছেন বিচ্ছেদের কথা ততক্ষণ ধন্দ থেকেই যাচ্ছে। দিয়া অভিষেকের অনুরাগীদের প্রার্থনা, এ বিচ্ছেদ যেন সাময়িক হয়। মিষ্টি জুটির সম্পর্কের রসায়ন সকলেই খুবই পছন্দ করতেন।

জি বাংলার সিরিয়াল ‘সীমা রেখা’তে অভিনয়ের সূত্রে আলাপ হয় দুজনের‌। তারপরেই শুরু প্রেম। এরপরে ‘নেতাজী’ সিরিয়ালেও একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিষেক দিয়াকে। এই মুহূর্তে দিয়া ‘মিঠাই’ সিরিয়ালে ও অভিষেক ‘গঙ্গারাম’ সিরিয়ালে অভিনয় করছেন।

সম্পর্কিত খবর

X