বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যক্তিগত জীবন তুলে বাঙালির উদ্দেশে একটি প্রশ্ন ছুঁড়েছিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে। তৃণমূল (Trinamool Congress) তো বটেই, নিন্দা করেছিল সিপিএম, বিজেপি, কংগ্রেসও। তার রেশ কাটতে না কাটতেই ফের তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন এই সাবেক জাস্টিস। ফের একবার তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
মমতাকে (Mamata Banerjee) নিয়ে পোস্টের জেরে বিতর্কে জড়ান এই প্রাক্তন বিচারপতি!
দিন কয়েক আগে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন প্রাক্তন বিচারপতি মার্কন্ডে কাতজু। বাঙালির উদ্দেশে প্রশ্ন করেন, ‘বাঙালিরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভালো স্বামী খুঁজে দিচ্ছে না?’ এই পোস্ট নিয়ে হইচই হতেই তা সরিয়ে দেওয়া হয়। এবার ফের একটি পোস্ট করলেন এই প্রাক্তন জাস্টিস। আবারও বাঙালির উদ্দেশেই প্রশ্ন ছুঁড়েছেন তিনি।
মার্কন্ডে (Markandey Katju) লিখেছেন, ‘বাঙালিরা কেন নিজের বাঘিনীর জন্য বাঘ খুঁজে পাচ্ছে না?’ নিজের পোস্টে কারোর নাম নেননি এই প্রাক্তন বিচারপতি। তবে তাঁর এই পোস্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।
আরও পড়ুনঃ সুপ্রিম-রায়ে গিয়েছে চাকরি, শুনতে হয় চোর কটাক্ষ! চাপে এবার বড় ‘পদক্ষেপ’ ‘অযোগ্য’দের
উল্লেখ্য, এই প্রথম নয়! অতীতেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার উচ্চ পদে থাকাকালীনও বিতর্কের কেন্দ্রে চলে এসেছিলেন ৭৮ বছর বয়সি এই সাবেক জাস্টিস। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন তুলে সমালোচিত হন।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মার্কন্ডের ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। লিখেছিলেন, ‘সত্যিই যদি এটা ওই ব্যক্তির মন্তব্য হয় ও তিনি যদি ক্ষমা চেয়ে না মোছেন, তাহলে যে পদেই থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে এক থাপ্পড় মারব’।
বিস্তর বিতর্ক হতেই দেখা গিয়েছিল, প্রাক্তন বিচারপতির সমাজমাধ্যম থেকে মমতাকে (Mamata Banerjee) নিয়ে করা সেই পোস্ট গায়েব হয়ে গিয়েছে। এবার ফের তাঁর একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে চর্চা। এবার কি নাম না নিয়েই কাউকে নিশানা করেছেন মার্কন্ডে? ‘বাঘিনী’ বলতে কাকে বোঝাতে চেয়েছেন? মাথাচাড়া দিয়েছেন এমনই নানান প্রশ্ন।