ভারতের প্রত্যাঘাতেই পাকিস্তানে ভূমিকম্প? নয়া আতঙ্ক গ্রাস করছে পড়শি দেশকে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সোমবার অর্থাৎ ১২ মে দুপুর ১ টা বেজে ২৬ মিনিট নাগাদ পাকিস্তানে (Pakistan) ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) অনুসারে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬। পাশাপাশি, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের ২৯.১২ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৬৭.২৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। পাশাপাশি, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয় কম্পনের।

পাকিস্তানে (Pakistan) ফের ভূমিকম্প:

ভূমিকম্পের প্রভাব এবং এলাকা: NCS-এর শেয়ার করা মানচিত্র অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান অঞ্চলে। যেটি আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত রয়েছে। মানচিত্রে প্রদর্শিত প্রভাবিত এলাকার মধ্যে রয়েছে কোয়েটা এবং আশেপাশের শহর। (যেমন চামান এবং সিবি)। তবে, এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে (Pakistan) এটি দ্বিতীয় বড় ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে গত ৯ মে ৪.০ মাত্রার ভূমিকম্প হয়। সেটিরও কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। কারণ এটি ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত রয়েছে। এই কারণে, ওই অঞ্চলে প্রায়শই ভূমিকম্প ঘটে। বালোচিস্তান থেকে শুরু করে খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালটিস্তানের মতো অঞ্চলগুলি ইউরেশিয়ান প্লেটের দক্ষিণ প্রান্তে অবস্থিত। যেখানে পাঞ্জাব এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত।

আরও পড়ুন: ভারতীয়দের নিরাপত্তার লক্ষ্যে মহাকাশে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে ১০ টি উপগ্রহ! জানালেন ISRO প্রধান

এদিকে, পাকিস্তানে (Pakistan) এই ভূমিকম্পের ঘটনা এমন একটি সময় সামনে এসেছে যার কয়েকদিন আগেই সেখানে প্রত্যাঘাত ঘটিয়েছে ভারত। শুধু তাই নয়, বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এবং গোয়েন্দা সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, “অপারেশন সিঁদুর”-এর মাধ্যমে ভারত হয়তো কিরানা হিলসের মতো স্থানগুলিকে টার্গেট করে থাকতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কিরানা হিলস হল পাঞ্জাবের সারগোদার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল। যেটির কাছেই পাকিস্তানের এয়ার ফোর্সের বেস রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ওই স্থানটিতেই পাকিস্তানের পরমাণু ঘাঁটি রয়েছে। যেখান থেকে পাকিস্তান বিভিন্ন পারমানবিক পরীক্ষা চালায় বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: বড় পরিবর্তন! ইডেনের পরিবর্তে এই স্টেডিয়ামে হতে পারে IPL-এর ফাইনাল, সামনে এল রিপোর্ট

এমতাবস্থায়, মিডিয়া রিপোর্টগুলি বিশ্বাস করা হলে ভারতের হামলায় যদি ওই স্থান প্রভাবিত হয় এবং তা যদি কিরানা হিলসের পারমাণবিক ঘাঁটিকেও প্রভাবিত করে থাকে সেক্ষেত্রে পারমাণবিক বিকিরণের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এই আবহেই ভারতের প্রত্যাঘাতের কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের ফের ভূমিকম্পের ঘটনার সাথে এই “পারমাণবিক আতঙ্কের” কোনও যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X