কারোর পৌষ মাস কারোর… পরপর ছবির ঘোষণা দেবের, এদিকে জিতের হাত খালি!

বাংলাহান্ট ডেস্ক : টলিউডের সুপারস্টারদের মধ্যে অন্যতম তিনি। অন্যরা যখন ভিন্ন ধারার ছবিতে মন দিয়েছেন, তিনি এখনো ফোকাস ধরে রেখেছেন কমার্শিয়াল ছবিতে। তিনি জিৎ (Jeet)। বর্তমানে বছরে একটিই ছবি করেন তিনি। কিন্তু তাঁর ওই একটি ছবির জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা। কিন্তু নতুন বছরে ভক্তদের খানিক হতাশই করলেন জিৎ (Jeet)। উপরন্তু তাঁর মন্তব্যে শুরু হয়েছে শোরগোল।

জিতের (Jeet) মন্তব্য ঘিরে শোরগোল

বিগত কয়েক বছর ধরে এক বছরে একাধিক ছবি আনছেন দেব। ২০২৫ এর শুরুতেই দু দুটি ছবির ঘোষণা সেরে ফেলেছেন তিনি। অন্যদিকে জিৎ (Jeet) বছরে একটিই ছবি করেন। আগামীতে তাঁর কয়েকটি প্রোজেক্ট নিয়ে চর্চাও চলছে। কিন্তু সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে অভিনেতার উত্তর নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Did jeet signalled that he has no film currently

কাজ নিয়ে কী বললেন জিৎ: আসলে সম্প্রতি কলকাতার ট্রেড ফেয়ারে উপস্থিত হয়েছিলেন জিৎ (Jeet)। সেখানে উপস্থিত সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিদের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। এরপরেই এক ব্যক্তি তাঁকে ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ এর জন্য শুভেচ্ছা জানান। উত্তরে শুধুই তাঁকে ধন্যবাদ জানান জিৎ (Jeet)। কিন্তু এই সিরিজ নিয়ে আর কোনো কিছুই বলতে শোনা যায়নি তাঁকে।

আরো পড়ুন : শ্বেতা ‘ম্যারেজ মেটিরিয়াল’, অনস্ক্রিন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ ‘অনিকেত’, বিয়েতে ‘বিশেষ’ প্ল্যান রণজয়ের

আগামীতে কোন ছবি আসছে: তাঁর কাজ নিয়ে প্রশ্ন উঠলে জিজ্ঞাসা করা হয়, আগামীতে কোন ছবিতে দেখা যাবে তাঁকে? উত্তরে জিৎ (Jeet) বলেন, যেদিন আসবেন সেদিনই তাঁর সঙ্গে দেখা হয়ে যাবে। তবে সিনেমায় কবে দেখা যাবে তাঁকে সেটা স্ক্রিপ্ট কবে আসবে তার উপরে নির্ভর করছে। জিতের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি এই মুহূর্তে তাঁর হাতে কোনো কাজ নেই?

আরো পড়ুন : চালানো যাবে না হলে, ৪৯ বছর পর ভাইরাল ‘শোলে’র বাদ পড়া দৃশ্য! কী এমন ছিল?

উল্লেখ্য, নীরজ পাণ্ডের ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে জিৎ থাকবেন বলে শোনা গিয়েছিল। অন্যদিকে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘লায়ন’এও তাঁকে দেখা যাবে বলে জানা গিয়েছিল। কিন্তু কবে আসবে এই প্রোজেক্টগুলি তা কিছু জানা যায়নি। তার মধ্যে জিতের এহেন মন্তব্যে কার্যত চিন্তায় পড়েছেন ভক্তরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর