হাঁটু মুড়ে বসে নিকিতাকে আংটি পরাচ্ছেন জুবিন, লুকিয়ে বাগদান সেরে নিলেন গায়ক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই জুবিন নটিয়ালের (Jubin Nautiyal) বিয়ের খবর নিয়ে কানাঘুঁষো চলছে বলিপাড়ায়। শোনা যাচ্ছে, ‘কবীর সিং’ খ‍্যাত অভিনেত্রী নিকিতা দত্তের (Nikita Dutta) সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন গায়ক। বেশ কয়েকবার যুগলে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হওয়ায় নেটিজেনদের এক রকম বদ্ধমূল ধারনা হয়েছে যে খুব শীঘ্রই ছাদনাতলায় যাবেন জুবিন ও নিকিতা।

এর মাঝেই জল্পনা উসকে দিয়ে ভাইরাল হয়েছে নতুন জুটির কয়েকটি ছবি, যেখানে তাঁদের বাগদাষ পর্ব সারতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে কালো জমকালো পোশাক পরেছেন জুবিন। গোলাপী লেহেঙ্গায় সেজেছেন নিকিতা।


হাঁটু মুড়ে বসে অভিনেত্রীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন জুবিন। নিকিতাও তাঁর আঙুলে আংটি পরিয়ে দেন। ছবি দেখেই বোঝা যাচ্ছে, জুবিনের দিক থেকে নজর সরাতে পারছেন না নিকিতা। তবে কি সত‍্যি সত‍্যিই আংটিবদল সেরে নিলেন জুবিন নিকিতা? এবার কি সোজা বিয়ের মণ্ডপ?

ভাইরাল ছবিগুলি দেখে এমন প্রশ্ন উঠলেও জানিয়ে দিই, বাস্তবে বাগদান সারেননি জুবিন নিকিতা। সবটাই কাজের স্বার্থে। আজ্ঞে হ‍্যাঁ, এই ছবিগুলি তাঁদের আসন্ন মিউজিক ভিডিও ‘মস্ত নজর সে’ থেকেই নেওয়া। সোশ‍্যাল মিডিয়ায় নিকিতার সঙ্গে ছবি পোস্ট করে নিজেই এই খবর জানিয়েছিলেন গায়ক। আগামী ৩১ মার্চ মুক্তি পাচ্ছে জুবিনের এই নতুন মিউজিক ভিডিও

https://www.instagram.com/p/CbegRfxJTE4/?utm_medium=copy_link

প্রসঙ্গত, ‘কবীর সিং’ ছবিতে কবীর অর্থাৎ শাহিদ কাপুরের এক প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন নিকিতা। জানা যায়, সেই ছবির সেটেই আলাপ হয় জুবিন ও নিকিতার। ছবির জনপ্রিয় গান ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গেয়েছিলেন জুবিন। পরিচয় থেকেই প্রেম আর তারপর বিয়ের তোড়জোড়ের গুঞ্জন।

সম্প্রতি শোনা গিয়েছিল, উত্তরাখণ্ডে জুবিনের বাড়িতে গিয়েছিলেন নিকিতা। সেখানে দুই পরিবারের মধ‍্যে কথা হয়েছে। পালটা জুবিনও মুম্বইয়ে এসে বিয়ের ব‍্যাপারে কথাবার্তা বলে গিয়েছেন। অনুরাগীরা দুজনকে নিয়ে জল্পনা কল্পনা শুরু করলেও এখনো তাঁরা কোনো কিছুই আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেননি।

সম্পর্কিত খবর

X