আরজিকর সংক্রান্ত সব ভিডিও গায়েব! রাতারাতি সব কনটেন্ট মুছে দিলেন ‘বং গাই’ কিরণ?

বাংলাহান্ট ডেস্ক : বছর ঘুরে গিয়েছে। কিন্তু আরজিকর কাণ্ডের ভয়াবহতা আজও মনে রয়ে গিয়েছে বহু মানুষের। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা বাংলা। বিক্ষোভের আগুন ছড়িয়েছিল অন্যান্য রাজ্য সহ বিদেশেও। প্রায় প্রতিদিন প্রতিবাদ মিছিল, সঙ্গে নানান ভিডিও-ও জায়গা করে নিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রতিবাদে সোচ্চার হয়েছিল বাংলা ইউটিউব কমিউনিটি। বহু ভিডিও বানাতে দেখা গিয়েছিল ‘দ্য বং গাই’ (Kiran Dutta) সহ অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদেরও।

আরজিকর কাণ্ডে প্রতিবাদী ভিডিও কিরণের (Kiran Dutta)

বাংলা ইউটিউব জগতের অন্যতম জনপ্রিয় মুখ কিরণ দত্ত (Kiran Dutta) ওরফে দ্য বং গাই। মূলত কমেডি বিষয়ক ভিডিওই বানাতে দেখা যায় তাঁকে। তবে সমাজের সমসাময়িক বিভিন্ন ঘটনাবলীও উঠে আসে তাঁর ভিডিওতে। তেমন ভাবেই আরজিকর এর ঘটনা নিয়েও প্রতিবাদী ভিডিও বানিয়েছিলেন কিরণ (Kiran Dutta)। ইউটিউব এবং ফেসবুক, দুই জায়গাতেই সেই ভিডিও আপলোড করেছিলেন তিনি।

Did kiran dutta removed rg kar related videos

উধাও ইউটিউবের ভিডিও: কিন্তু হঠাৎ তাঁর ইউটিউব চ্যানেলে উঁকি দিতেই দেখা গেল অদ্ভূত কাণ্ড। অন্যান্য সব ভিডিও থাকলেও শুধুমাত্র আরজিকর সংক্রান্ত ভিডিওগুলিই গায়েব! আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে অন্যতম মুখ ছিলেন কিরণ (Kiran Dutta)। অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের মতো তিনিও একাধিক ভিডিও আপলোড করেছিলেন। পাশাপাশি রাস্তায় নেমেও করেছিলেন প্রতিবাদ।

আরো পড়ুন : ‘বলদের মতো শোওয়ার নেশায়…’ মায়ের অমতে বিয়ে করে অন্তঃসত্ত্বা, অহনাকেই বিঁধলেন চাঁদনি!

হঠাৎ কেন এমন ঘটল: তবে বর্তমানে দ্য বং গাই (Kiran Dutta) এর ইউটিউব চ্যানেল থেকে আরজিকর সংক্রান্ত সেই সমস্ত ভিডিওই গায়েব হয়ে গিয়েছে হঠাৎ করে। ফেসবুকে ভিডিও গুলি থাকলেও উধাও শুধুমাত্র ইউটিউব থেকেই। কেন? বিষয়টা কি কোনো টেকনিক্যাল সমস্যার কারণে ঘটেছে, নাকি পুরোটাই ইচ্ছাকৃত?

আরো পড়ুন : “পিরিয়ড হলে ঠাকুরঘরে যাওয়া বারণ”, কারণ ব্যাখ্যা করে নিন্দুকদের একহাত নিলেন মিমি

সোশ্যাল মিডিয়ায় কিরণ এখনো মুখ খোলেননি এ বিষয়ে। এমনকি সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেননি তিনি। তাই ভিডিওগুলি ঠিক কোন কারণে মুছে গিয়েছে নাকি মুছে দেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর