অতীত ভুলে দুই প্রাক্তনকে আমন্ত্রণ! রণবীরের বিয়ে খেতে আসবেন দীপিকা-ক‍্যাটরিনা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে কান পাতলেই এখন শুধুই রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ের গুঞ্জন। সূত্রের খবর মানলে, আগামী সপ্তাহেই চার হাত এক হতে চলেছে ইন্ডাস্ট্রির দুই হেভিওয়েট তারকার। সবথেকে চর্চিত জুটির বিয়ে বলে কথা! আমজনতার কৌতূহল তো থাকবেই। বিয়েতে কোন ডিজাইনার সাজাবেন আলিয়াকে, বিয়ের মণ্ডপই বা কেমন করে সেজে উঠবে আর অতিথিদের তালিকায় কারা কারা থাকছেন সেসব জানার আগ্রহ রয়েছে সবারই।

অভিনেত্রীর কাকা বিয়ের খবরে শিলমোহর দিয়ে জানিয়েছেন, আগামী ১৪ তারিখেই সেই বিশেষ দিন। চার দিন ধরে চলবে নানান অনুষ্ঠান। সবার প্রথমেই থাকছে রণবীর আলিয়ার ব‍্যাচেলর পার্টি। অভিনেতার ব‍্যাচেলর পার্টির অতিথিদের তালিকায় নিঃসন্দেহে সবার প্রথমে নাম থাকবে পরিচালক অয়ন মুখার্জির। তিনি অবশ‍্য আলিয়ারও খুব ঘনিষ্ঠ বন্ধু।


এছাড়া রণবীরের আরো দুই প্রিয় বন্ধু অর্জুন কাপুর এবং আদিত‍্য রয় কাপুর উপস্থিত থাকতে পারেন পার্টিতে। এবার পালা আলিয়ার ব‍্যাচেলরেটের। অভিনেত্রীর সবথেকে প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জন ও তাঁর দিদি অনুষ্কা রঞ্জন তো থাকছেনই বিয়ের সমস্ত অনুষ্ঠানে। উল্লেখ‍্য, অনুষ্কার বিয়েতেও উপস্থিত ছিলেন আলিয়া। শোনা যাচ্ছে, দুই বোন মিলে নাকি বিশেষ পার্টির ব‍্যবস্থা করেছেন আলিয়ার জন‍্য।

বিয়েতে অতিথিদের তালিকায় নাম থাকছে সঞ্জয় লীলা বনশালির। তিনি রণবীর আলিয়া দুজনের সঙ্গেই কাজ করেছেন। নিজের একাধিক ছবির সহ অভিনেতা বরুন ধাওয়ানকেও আলিয়া আমন্ত্রত জানাতে পারেন বলে খবর। এছাড়া শাহরুখ খান, করন জোহর, করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশ্মা কাপুর, মণীশ মালহোত্রারা থাকছেন তালিকায়।

সূত্রের খবর, বিয়ের পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন‍্য বড়সড় রিসেপশন পার্টি দেওয়ার পরিকল্পনা করেছেন রণবীর আলিয়া। তবে এখানে অতিথিদের তালিকাটা একটু চমকপ্রদ। শোনা যাচ্ছে, প্রাক্তন দীপিকা পাডুকোন ও তাঁর স্বামী রণবীর সিং এবং ক‍্যাটরিনা কাইফকেও আমন্ত্রণ জানিয়েছেন অভিনেতা।


যদিও বিচ্ছেদের বেশ কয়েক বছর পর দীপিকার বিয়ের পরে দুজনের মধ‍্যে তিক্ততা অনেকটা কমেছে বলেই শোনা গিয়েছিল। অন‍্যদিকে ক‍্যাটরিনার সঙ্গেও আলিয়ার বেশ ভালো সম্পর্ক। বিচ্ছেদ বিতর্ক কাটিয়ে তিন জনেই নাকি অতীতকে ভুলে গিয়েছেন। তাই রণবীরের রিসেপশনে সেজেগুজে আসতেই পারেন দীপিকা ও ক‍্যাটরিনা।

X