মমতার কাছে সত্যিই গান শুনতে চেয়েছিলেন গীতশ্রী? আত্মজীবনীতে নিজেই লিখে গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay) নাকি তাঁর কাছে গান শুনতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এমন মন্তব্যে হাসি, মশকরার ঢেউ উঠেছিল নেটপাড়ায়। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও কটাক্ষ শানাতে ছাড়েননি। আদৌ কতটা সত্যি ছিল মুখ্যমন্ত্রীর মন্তব্যে? তা প্রমাণ হয়ে গেল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিকতম একটি পোস্টেই।

বর্ষীয়ান গায়িকা সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়ের দেহাবসানের পর সংবাদ মাধ‍্যমের কাছে স্মৃতিচারণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সন্ধ‍্যা মুখোপাধ‍্যায় নিজে এত ভাল গান করতেন। আর এদিকে আমাকে বলতেন, মমতা একটা গান শোনাও না। আমি বলতাম, আপনি আমাকে বলছেন! আপনি নিজে সঙ্গীত বিশারদ। তাও গাইতে বলতেন। তাই আমাকে কতবার সন্ধ‍্যাদিকে গান গেয়ে শোনাতে হয়েছে।”


এরপরেই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন সুদীপ্তা। ছবিটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনী ‘গানে মোর কোন ইন্দ্রধনু’র একটি পৃষ্ঠার। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, একাধিক বার মুখ্যমন্ত্রীর কাছে গান শুনতে চেয়েছিলেন। প্রথমে ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গানটি গেয়ে শুনিয়েছিলেন মমতা।

সন্ধ্যা মুখোপাধ্যায় মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি গান শিখেছেন? এরপর গীতশ্রীর জন্মদিনেও ফোন করে শুভেচ্ছা জানাতে বর্ষীয়ান গায়িকা গান শুনতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, পরে তাঁর বাড়িতে গিয়ে গান শুনিয়ে আসবেন।

https://www.instagram.com/p/CaRspl0PZ_S/?utm_medium=copy_link

আত্মজীবনীতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সন্ধ্যা মুখোপাধ্যায় আরো লিখেছেন, তিনি খুব ভাল গানও লেখেন। শেষে মুখ্যমন্ত্রীর জন্য শুভ কামনা জানিয়েছেন গীতশ্রী। ছবি শেয়ার করে সুদীপ্তা লিখেছেন, ‘গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনীর এই পৃষ্ঠাটা দেখে চমকে উঠলাম, সবার সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো।

কোনো মন্তব্য করতে চাই না আমি এই ব্যাপারে, ওঁর মতো একজন বিদগ্ধ ব্যক্তিত্বের লেখা নিয়ে মন্তব্য করার যোগ্যতাও আমার নেই। তবে এটুকুই বলার, আমরা না জেনে কত কিছুকে “ডাঁহা মিথ্যে, এ হতেই পারে না ভেবে কতোরকম মন্তব্যই না করি, হাসাহাসি করি। ‘

X