বিগ বস থেকে বেরিয়েই ভাঙন, বিচ্ছেদের মুখে রাকেশ-শমিতার সম্পর্ক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিগ বস যে শুধু বিতর্কেরই জন্ম দিয়েছে এমনটা কিন্তু নয়। এই শো থেকেই আত্মপ্রকাশ করেছে বেশ কিছু জুটি যারা এখনো চর্চায় রয়েছে। এই তালিকায় অন‍্যতম নাম শমিতা শেট্টি (Shamita Shetty) ও রাকেশ বাপত (Raqesh Bapat)। দুজনের সম্পর্ক কম সময়ের মধ‍্যেই বেশ উত্থান পতনের মধ‍্যে দিয়ে গিয়েছে। সম্প্রতি এও গুঞ্জন শোনা গিয়েছে যে বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের।

ব‍্যক্তিগত জীবনে যত সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে, ঠিক সেই সময়েই সাহস করে বিগ বস OTT র ঘরে পা রেখেছিলেন শমিতা। বিগ বসের ঘরেই তাঁর আলাপ রাকেশের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠতা। আর তারপর প্রেম। মাঝে অবশ‍্য বিগ বস থেকে পালিয়ে যাওয়ায় রাকেশের উপরে ক্ষেপেও গিয়েছিলেন শমিতা।


সে সময়ে শোনা গিয়েছিল, চলতি বছরেই বিয়ে করছেন তিনি। রাকেশের সঙ্গে সম্পর্ক তো দূর, তাঁকে চেনার কথাও অস্বীকার করেছিলেন শমিতা। কিন্তু কার্যক্ষেত্রে অবশ‍্য অন‍্য রকম দৃশ‍্য দেখা যায়। বিগ বসের ঘর থেকে বেরিয়েই রাকেশের সঙ্গে মিটমাট করে নেন শমিতা। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও তাঁকে কোলে তুলে নিয়ে পাপারাৎজির সামনে পোজ দিয়েছিলেন রাকেশ।

তাহলে হঠাৎ কী এমন হল যে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ল দুজনের? আসলে বেশ কিছুদিন ধরে শমিতা রাকেশকে সোশ‍্যাল মিডিয়ায় দেখা যায় না। আর তাতেই এমন কানাঘুঁষো। বিষয়টা নিয়ে বাড়াবাড়ি হতেই মুখ খোলেন রাকেশ শমিতা।

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তাঁরা। জুটির প্রশ্ন,  তাঁরা যে একসঙ্গে রয়েছেন সেটা প্রমাণ করার জন‍্য সোশ‍্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কী দরকার আছে? আসলে সাম্প্রতিক কালে নেটদুনিয়ার এত বাড়বাড়ন্তের ফলে অনেকেই ধরে নেন, সোশ‍্যাল মিডিয়ায় জীবনের সমস্ত বিষয় সম্পর্কে ঘোষনা না করলে সেটার কোনো মূল‍্যই নেই। আর এতেই ক্ষুব্ধ রাকেশ শমিতা।

প্রসঙ্গত, বিগ বস ১৫ এর শেষের দিকে শমিতাকে বলতে শোনা গিয়েছিল যে ২০২২ এই বিয়ে করবেন তিনি। জ‍্যোতিষীর গণনা মতে, শমিতার হবু স্বামী হবেন একজন সাধারন মানুষ, বিনোদুনিয়ার সঙ্গে যার কোনো সংযোগ নেই। তবে এখনো পর্যন্ত বিয়ে নিয়ে কোনো উচ্চবাচ‍্য করেননি তিনি।

সম্পর্কিত খবর

X