সত্যিই জেলে বসে হুমকি ফোন করেছেন শাহজাহান? তদন্তে যা বেরিয়ে এল… তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan) বিগত প্রায় এক বছর ধরে জেলবন্দি। সম্প্রতি তাঁর বিরুদ্ধেই জেলে বসে হুমকি ফোন করার অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এই নিয়ে সন্দেশখালি (Sandeshkhali) থানার দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী রবিন মণ্ডল। এবার সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য!

সত্যিই জেলে বসে হুমকি ফোন করেছিলেন শাহজাহান (Sheikh Shahjahan)?

জেলবন্দি শাহজাহানের বিরুদ্ধে হুমকি ফোন করার অভিযোগ এনেছিলেন সন্দেশখালির সরবেড়িয়া নিবাসী রবিন। তিনি দাবি করেন, বাড়ি ভাঙচুর, বোমাবাজির হুমকি দিয়েছেন শাহজাহান। এই ঘটনায় সন্দেশখালি থানাতেও (Sandeshkhali Police Station) অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতে তদন্তে নামে বসিরহাট জেলা পুলিশ।

তবে পুলিশ জানাচ্ছে, অনুসন্ধানের পর এই রকম কোনও ফোন কলের প্রমাণ পাওয়া যায়নি। সিডিআর বা ফোন কল ডিটেলস খতিয়ে দেখার পর এমনটাই দাবি করেছেন তদন্তকারীরা। এদিকে পুলিশকে অভিযোগকারী রবিন জানিয়েছিলেন, দুপুর ২টোর পর শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ মফিজুল মোল্লার মোবাইলে ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ গুদামঘরে নোটের পাহাড়! অবশেষে মুখ খুললেন হাইকোর্টের বিচারপতি! সামনে এল সব সত্যি?

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নির্দিষ্ট ওই দিনে মফিজুলের মোবাইলে যে ফোনগুলি এসেছিল, সিডিআর খতিয়ে দেখার পর জানা গিয়েছে, সেগুলি মফিজুলের আত্মীয় এবং পরিচিতদের। রবিনের জানানো ওই নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে মফিজুলের মোবাইল নম্বরে কোনও ফোন অথবা মেসেজ আসেনি।

Sandeshkhali Sheikh Shahjahan name associated with an old case now

প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশের দাবি, সেদিন কোনও অপরিচিত নম্বর অথবা প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) কোনও নম্বর থেকে মফিজুলের ফোনে ফোন ঢোকেনি। এখন প্রশ্ন উঠছে, তাহলে কেন এমন অভিযোগ করলেন রবিন মণ্ডল? এই নিয়ে পুলিশ তাঁকে আগামীদিনে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে জেলবন্দি শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে হুমকি ফোনের অভিযোগ উঠতেই তৎপর হয়ে ওঠে সিবিআই। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তারা সন্দেশখালির এই বহিষ্কৃত তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করেন বলে খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, দরকার পড়লে ফের তাঁকে জেরা করা হবে। এবার এই ঘটনায় আগামী দিনে নয়া কোন তথ্য বেরিয়ে আসে, সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর