পরনে লাল টুকটুকে শাড়ি, সিঁথিভরা সিঁদুর, নববর্ষের শুভ দিনে লুকিয়ে বিয়ে করলেন রুবেল-শ্বেতা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘যমুনা ঢাকি’ শেষ হয়ে গিয়েছে অনেকদিন হল। নায়ক নায়িকা রুবেল দাস (Rubel Dad) এবং শ্বেতা ভট্টাচার্যও (Sweta Bhattacharya) নতুন নতুন সিরিয়ালে যুক্ত হয়ে গিয়েছেন। তবে জুটির অনুরাগীদের মন খারাপ হওয়ার বদলে আনন্দ বেড়েছে দ্বিগুণ। কারণ রিলের মতো রিয়েলেও প্রেম শুরু হয়ে গিয়েছে রুবেল শ্বেতার।

প্রথমে বিষয়টা জল্পনার স্তরে থাকলেও বেশ কিছুদিন আগেই সম্পর্কটা সকলের সামনে এনেছেন তাঁরা। যমুনা ঢাকির শুটিং করার সময়েই ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। কিন্তু সে সময়ে অন্য এক সম্পর্কে জড়িয়ে ছিলেন শ্বেতা। দীর্ঘদিনের সেই সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়ার পর রুবেলকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী। তারপরেই দুজনের একসঙ্গে পথচলা শুরু।

sweta bhattacharya rubel das

সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই চোখে পড়ে জুটির যুগল ছবি। একে অপরকে পাশে পেয়ে তাঁরা কতটা খুশি সেটা চোখে পড়ে ছবিগুলো দেখলেই। তবে বাংলা নববর্ষের দিন শ্বেতা রুবেলের ছবি দেখে খটকা লেগেছে নেটিজেনদের। বছরের প্রথম দিনে লুকিয়ে লুকিয়ে কি বিয়ে করে নিলেন নাকি তাঁরা?

আসলে এদিন একটি ছবি শেয়ার করেছেন রুবেল শ্বেতা। লাল শাড়ি, ঘিয়ে রঙা ব্লাউজ, গলায় হার, কানে দুল, হাতে এক গোছা চুড়ি পরেছেন তিনি। তবে সবথেকে বেশি নজর কাড়ল শ্বেতার সিঁথিতে লাল টকটকে সিঁদুর। পাশে ঘিয়ে পাঞ্জাবিতে রুবেল। অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

শ্বেতা রুবেল কি চুপিচুপি বিয়ে করে নিলেন নাকি? অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর দেখেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে শ্বেতা উত্তর দিয়েছেন, এমন কিছুই ঘটেনি। আসলে জি বাংলার বিজয়া বৈঠকে তোলা হয়েছে ছবিগুলো। আর সেখানে সকলে নিজের সিরিয়ালের চরিত্রের সাজেই এসেছিলেন। তাই সিঁদুর পরেছিলেন শ্বেতা।

জি বাংলার ‘সোহাগ জল’ সিরিয়ালে জুঁই এর চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে হানি বাফনাকে। চ্যানেলের নতুন সিরিয়ালগুলির মধ্যে সোহাগ জল অন্যতম। টিআরপিও মন্দ উঠছে না এই মেগার। প্রথম পাঁচে না থাকলেও সেরা দশে জায়গা করে নেয় সোহাগ জল।

X