বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ায় খুশির হাওয়া। মা হয়েছেন নুসরত জাহান (nusrat jahan)। প্রচুর তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনার পর অবশেষে এসেছে খুশির খবর। পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এখন নতুন মা।
সুখবর পেতেই নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দুই নতুন বান্ধবী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী (tanusree chakraborty)। নুসরতের অন্তঃসত্ত্বাকালীন সময়কার একটি অদেখা ছবি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন শ্রাবন্তী। সেখানে খুবই স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প। শুভেচ্ছা জানিয়েছেন তনুশ্রীও। কিন্তু অতিরিক্ত আনন্দের আতিশয্যে একটু গণ্ডগোল করে বসেছেন কি তিনি? অন্তত তেমনটাই মনে হচ্ছে নেটপাড়াবাসীদের।
শ্রাবন্তীর মতোই নুসরতের সঙ্গে একটি অদেখা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন তনুশ্রী। তিনি লিখেছেন, ‘শুভেচ্ছা নুসরত। তোদের দুজনের জন্য খুব খুশি।’ এবার স্বাভাবিক ভাবেগ নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, মা তো নুসরত হয়েছেন। তবে আরেকজন কাকে শুভেচ্ছা জানালেন তনুশ্রী? তবে কি নাম না করে যশ দাশগুপ্তকেও (yash dasgupta) শুভকামনা জানিয়ে রাখলেন তিনি?
গত বছরের শেষের দিক থেকেই যশের সঙ্গে নুসরতের একটি ‘বিশেষ’ সম্পর্কের গুঞ্জন কারোর অজানা নয়। সম্প্রতি শোনা যাচ্ছিল একসঙ্গে একই বাড়িতে থাকছেন তাঁরা। হাসপাতালে ভর্তি হওয়ার সময়, এমনকি ডেলিভারির সময়েও পাশে ছিলেন অভিনেতা। এতদিন নুসরতের বিষয়ে মুখে কুলুপ আঁটলেও অভিনেত্রীর সন্তান জন্মের আগে যশ বলেছেন, অন্তঃসত্ত্বা মহিলাদের হাসিখুশি থাকতে দেওয়া উচিত। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না তিনি কিন্তু এটা নিঃসন্দেহে একটা ভাল খবর।
এমতাবস্থায় তনুশ্রীর এমন শুভেচ্ছা বার্তা জল্পনার আগুনে যে ঘি ঢেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত সন্তানের পিতৃপরিচয় সামনে আনেননি নুসরত। তবে ইন্ডাস্ট্রির অভ্যন্তরের খবর, অভিনেত্রীর সন্তানের বাবা যশ দাশগুপ্ত। অপরদিকে নিখিল জৈন এই সন্তানের পিতৃত্ব অস্বীকার করলেও শুভকামনা জানিয়েছেন মা ও নবজাতকের।