৫ পড়ুয়াকে নিয়ে শুরু, আজ পড়ে ৫৮০০০! ভারতেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুল, নাম উঠল গিনিস বুকে

বাংলাহান্ট ডেস্ক: আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় স্কুল কোনটি? কোথায় একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া পড়তে পারে? আপনাকে জানিয়ে রাখি, বিশ্বের সবচেয়ে বড় স্কুলটি রয়েছে আমাদের ভারতেই (India)। উত্তরপ্রদেশের লখনউয়ে অবস্থিত ‘সিটি মন্টেসরি স্কুল’ হল বিশ্বের বৃহত্তম স্কুল। ভারতের সবচেয়ে বড় রাজ্য হল উত্তরপ্রদেশ। সেই রাজ্যেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুলও। এই স্কুলের কী কী বিশেষত্ব রয়েছে? কত জন পড়ুয়া এখানে পড়াশোনা করেন? আজ আমরা আপনাকে জানাবো এই স্কুলের সমস্ত বিশেষত্ব। 

১৯৫৯ সালে এই স্কুলটির প্রতিষ্ঠা করেছিলেন ডঃ জগদীশ গান্ধী এবং ডঃ ভারতী গান্ধী। সেই সময় মাত্র পাঁচজন পড়ুয়া নিয়ে চালু হয়েছিল এই স্কুল। শুধু তাই নয়, সেই সময় মাত্র ৩০০ টাকা দিয়ে এই স্কুল চালু করেছিলেন এর প্রতিষ্ঠাতারা। এই স্কুলটি কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বোর্ড বা প্রচলিত আইসিএসই বোর্ডের দ্বারা অনুমোদিত। বর্তমানে এই স্কুলে পাঠনরত রয়েছে ৫৮ হাজারেরও বেশি পড়ুয়া। এখানে কাজ করেন সাড়ে চার হাজারেরও বেশি কর্মী। মোট ২০টি ক্যাম্পাস রয়েছে এই স্কুলের।

city montessori school

সিটি মন্টেসরি স্কুল মূলত ৪ ভাগে চলে। এগুলি হল প্রি-প্রাইমারি, প্রাইমারি, জুনিয়র এবং সিনিয়র। স্কুলের প্রতিষ্ঠাতারা পড়ুয়াদের আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই স্কুলটি তৈরি করেছিলেন। সাড়ে সাত হাজারেরও বেশি পাঁচ থেকে ১৭ বছর বয়সি বাচ্চাদের একটি স্কুলে পড়ানো মোটেও সহজ কাজ নয়। কিন্তু এই অসাধ্য সাধন করে দেখিয়েছে সিটি মন্টেসরি স্কুল। এত বেশি সংখ্যক পড়ুয়া পড়ানোর কারণে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম তুলে নিয়েছে তারা। 

এটি ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় স্কুলের তকমা পেয়েছে। এই স্কুলে এক হাজারেরও বেশি ক্লাসরুম রয়েছে। একইসঙ্গে ৩৭০০ কম্পিউটারও রয়েছে। এছাড়াও এই স্কুলে রয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি কর্মী। এর মধ্যে রয়েছেন শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য পেশার সঙ্গে যুক্ত কর্মীরা। বাচ্চাদের একটি হাসি-খুশি এবং সুস্থ পরিবেশে শিক্ষার আলো দেওয়ার চেষ্টায় সব সময় তৎপর সিটি মন্টেসরি স্কুলের কর্মীরা। এই স্কুলে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে সামাজিক দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং অন্যান্য দক্ষতা গড়ে তোলার দিকেও জোর দেওয়া হয়। 

প্রাইমারি সেকশনের বাচ্চারা যাতে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে পারে সেদিকে নজর রাখা হয় এই স্কুলে। এছাড়াও  আরও নানা ধরনের দক্ষতা গড়ে তোলার উপর জোর দেওয়া হয় সিটি মন্টেসরি স্কুলে। একইসঙ্গে ভাল ব্যবহার ও জীবনে শৃঙ্খলার গুরুত্ব শেখানো হয়। যাতে তারা সকলেই বড় হয়ে দায়িত্ববান নাগরিক হয়ে উঠতে পারে। সব মিলিয়ে পড়ুয়াদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি নীতিগত শিক্ষাও দিয়ে থাকে বিশ্বের বৃহত্তম স্কুল।

Subhraroop

সম্পর্কিত খবর