মুখ্যমন্ত্রীর কাছে ব্রাত্য বসুকে আফগানিস্তানে পাঠানোর আবেদন জানালেন দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ ‘দিদির কাছে আবেদন, ব্রাত্য বসুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আফগানিস্থানে পাঠানো হোক’- ঠিক এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এমন উক্তির মধ্য দিয়ে কার্যত ব্রাত্য বসুকে (Bratya Basu) যে কটাক্ষই করলেন, তা আর বোঝার অপেক্ষা রাখে না।

ত্রিপুরা জয়ের লক্ষ্যে অহরহ সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল শিবির। বিশেষ দায়িত্বেও রয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তবে বর্তমানে দুদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন দিলীপ ঘোষ। আর সেখান থেকে আফগানিস্তান ইস্যুতে তিনি বলেন, ‘আফগানিস্তানের বিষয়ে নজর রয়েছে কেন্দ্র সরকাররে, সবরকম ব্যবস্থাও নেওয়া হবে। বর্তমানে ওখানে যে ভয়ের পরিবেশ রয়েছে, তা বন্ধ হয়ে একটা সুস্থ সরকার প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন’।

   

dilip ghosh

এরপরই ব্রাত্য বসুকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দিদির কাছে আবেদন, আফগানিস্তান থেকে বাঙালিদের ফিরিয়ে আনার জন্য, ব্রাত্য বসুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে পাঠানো হোক’।

দিলীপ ঘোষ আরও বলেন, ‘আমাদের কর্মসূচিতে বিধায়ক ও সাংসদদের আটকাচ্ছে , আর ওদিকে ”দুয়ারে সরকার” ক্যাম্পে মানুষের ভিড় হচ্ছে। মহরমে একসঙ্গে অনেক মানুষ একত্রিত হচ্ছেন, আবার পদস্পৃষ্ট হয়ে অনেকে মারা যাচ্ছে- সে বেলায় করোনা সংক্রমণ হচ্ছে না! রাজ্যে বিজেপি বিরোধী হিসেবে উঠে এসেছে। আমাদের কর্মসূচীতেই নাকি শুধু করোনা হবে!’

প্রসঙ্গত, এই উত্তরবঙ্গ সফরে গিয়ে শনিবার সকালেই জলপাইগুড়িতে দলীয় কার্যালয়ে জন বার্লাকে সঙ্গে নিয়ে, মুখ্যমন্ত্রীকে দোষ দিয়েই, কার্যত বাংলা ভাগের পক্ষেই মত দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর দাবী, ‘উত্তরবঙ্গ, জঙ্গলমহল পৃথক হলে, তাঁর দায় পুরোপুরি মুখ্যমন্ত্রীর। কেন এতদিন এই সকল জায়গায় উন্নতি হয়নি?’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর