বাংলাহান্ট ডেস্ক : চলছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Examination) পরীক্ষা। কোন বিষয়ে কেমন প্রশ্ন আসবে না আসবে তা নিয়ে চিন্তায় কমবেশি প্রায় সব পড়ুয়াই। এই সময় অভিজ্ঞদের থেকে ‘সাজেশন’ পাওয়ার আশায় থাকেন ছাত্রছাত্রীরা। সেকথা মাথায় রেখেই পরীক্ষার (Higher Secondary Examination) আগে স্পেশ্যাল ‘সাজেশন’ পর্ব নিয়ে এসেছিল দিদি নাম্বার ওয়ান। সেই সাজেশন দেখে পরীক্ষা দিতে গিয়েই মাথায় হাত পরীক্ষার্থীদের!
দিদি নাম্বার ওয়ানের সাজেশন মিলল না উচ্চমাধ্যমিকে (Higher Secondary Examination)
সম্প্রতি বিভিন্ন বিষয়ের কয়েকজন শিক্ষিকাদের নিয়ে একটি বিশেষ পর্ব হয় দিদি নাম্বার ওয়ানে। সেখানেই কিছু কিছু সাজেশন দিয়েছিলেন শিক্ষিকারা। কিন্তু পরীক্ষা দিতে গিয়েই চোখ কপালে পরীক্ষার্থীদের (Higher Secondary Examination)। দিদি নাম্বার ওয়ানে দেওয়া কিছুই সাজেশন নাকি মেলেনি, ভাইরাল ভিডিওয় এমনি দাবি করেছেন কয়েকজন পরীক্ষার্থী।
কী দেখা গেল ভিডিওতে: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, সেখানে একজন পরীক্ষার্থীকে (Higher Secondary Examination) বলতে শোনা যায়, ‘দিদি নাম্বার ওয়ানে বলা হয়েছিল, বৃদ্ধার চরিত্র আসবে, লোমভের চরিত্র আসবে। খাতা পেন নিয়ে বসো। কিচ্ছু আসেনি’। এমনকি তাকে যখন জিজ্ঞাসা করা হয়, কত নম্বর আসতে পারে আশা করছে, তখন পরীক্ষার্থী বলে ওঠে, “ফেলও করতে পারি”!
পরীক্ষার সাজেশন দিদি নাম্বার ওয়ানে: আসলে দিদি নাম্বার ওয়ানের ওই পর্বের প্রোমো বেশ ভাইরাল হয়েছিল। সেখানে ইংরেজি শিক্ষিকাকে (Higher Secondary Examination) বলতে শোনা গিয়েছিল, ‘দ্য প্রোপোজাল’ নামে একটি ইংরেজি ড্রামা থেকে লোমভের চরিত্রটি এবার আসবেই। অপর দিকে বাংলার শিক্ষিকা বলেছিলেন, এবার ‘ভারতবর্ষ’ গল্পে বৃদ্ধার চরিত্র খুব গুরুত্বপূর্ণ, আসবেই। কিন্তু পরীক্ষায় (Higher Secondary Examination) নাকি একটাও আসেনি। এ নিয়েই ক্ষুব্ধ পরীক্ষার্থীদের একাংশ।
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা মেতেছেন মশকরায়। কেউ বলছেন, দিদি নাম্বার ওয়ান দেখে পরীক্ষা (Higher Secondary Examination) দিতে গিয়েছে। তাকে মেডেল দেওয়া উচিত। আবার কেউ মজা করে লিখেছেন, ‘পরীক্ষার আগে এখন টিভি দেখতে দেওয়া হয়? আগে তো টিভি খুললেই বাবা মায়েরা…’। সব মিলিয়ে বেশ হাসি মশকরা চলছে দিদি নাম্বার ওয়ান এর সাজেশন এবং এই ভাইরাল ভিডিও নিয়ে।
View this post on Instagram