শেষের মুখে রচনার ‘দিদি নাম্বার ওয়ান’, প্রোমো প্রকাশ করে ঘোষনা চ‍্যানেলের

বাংলাহান্ট ডেস্ক: ‘দিদি নাম্বার ওয়ান’ (didi number one) বলতে একডাকে মানুষ চেনে রচনা বন্দ‍্যোপাধ‍্যায়কেই (rachana banerjee)। না, কোনো সিনেমায় অভিনীত চরিত্রের জোরে নয়। বরং একটি টেলিভিশন শোয়ের সঞ্চালনার দৌলতে এই বিশেষ উপাধি পেয়েছেন রচনা। বড় কৃতিত্বের ব‍্যাপার তাতে সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন রচনা। কিন্তু তাঁর জনপ্রিয়তা টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের থেকে কম কিছু নয়।

এই খ‍্যাতির একটা বড় অংশ তাঁকে এনে দিয়েছে ‘দিদি নাম্বার ওয়ান’। দীর্ঘ ১২ বছর ধরে চলছে এই শো। সেই ২০১০ সালে শুরু হয়েছিল দিদি নাম্বার ওয়ান। তখন পাড়ায় পাড়ায় গিয়ে দিদিদের সঙ্গে খেলা হত এই গেম শো। ধীরে ধীরে শোয়ের পরিসর বেড়েছে। এখন দিদি নাম্বার ওয়ান একটা ব্র‍্যান্ডের মতো। শহর থেকে প্রত‍্যন্ত গ্রাম, বাংলা তো বটেই, প্রবাসী মহিলারাও এই মঞ্চে এসে খেলে যান রচনার সঙ্গে।

68577442
তবে সম্প্রতি ঘোষনা করা হয়েছে যে, শেষ হয়ে যাচ্ছে দিদি নাম্বার ওয়ান। চলতি বছরেই সম্প্রচারিত হবে এই জনপ্রিয় শোয়ের শেষ পর্ব। তবে মন খারাপ করার কোনো কারণ নেই। সঞ্চালিকার আসনে ফের রচনাকেই দেখতে পাবেন দর্শকরা। আসলে শেষ হচ্ছে দিদি নাম্বার ওয়ানের অষ্টম সিজন। এরপ‍র আসবে সিজন নয়।

ইতিমধ‍্যেই চ‍্যানেলের তরফে প্রকাশ‍্যে আনা হয়েছে দিদি নাম্বার ওয়ানের নতুন প্রোমো। সেখানেই পুরনো সিজন শেষের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোষনা করা হয়েছে নতুন সিজনেরও। নতুন ভাবে সিজন নয়কে সাজাতে চলেছেন রচনা। আবারো বাংলার লড়াকু দিদিদের গল্প, খেলা আর দেদারে আড্ডা নিয়ে আসছেন নির্ধারিত সময়েই।

https://www.instagram.com/p/CZTtCHqJDsU/?utm_medium=copy_link

রচনাকে ছাড়া এই শো যেন ভাবা যায় না। প্রথমে এক দুটি সিজনে অন‍্য সঞ্চালিকা দিয়ে শুরু হয়েছিল শো। এমনকি দেবশ্রী রায়ও সঞ্চালনায় হাত পাকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রচনা ছাড়া যেন দিদি নাম্বার ওয়ান অসম্পূর্ণ। কিছুদিন আগে ব‍্যক্তিগত জীবনে বড় বিপর্যয় নেমে আসায় কাজ থেকে বিরতি নিতে বাধ‍্য হয়েছিলেন রচনা।

কিন্তু প্রচুর মানুষের ভালবাসা, আবেদন তাঁকে আবারো ফিরিয়ে শো তে। অথচ এই শো ই প্রথমটায় করতে চাননি রচনা। অভিনেত্রী জানান তিনি ছোটপর্দা থেকেই দূরে থাকতে চেয়েছিলেন। কিন্তু চ‍্যানেল কর্তৃপক্ষের জোরাজুরিতে রাজি হয়ে যান রচনা।


Niranjana Nag

সম্পর্কিত খবর