‘হাত বাড়ালে দাদা’,’দিদিকে বলোর’ পাল্টা বিজেপির অ্যাপ

উদয়ন বিশ্বাস,বাংলাহান্ট –২০১৯ এর লোকসভা নির্বাচনে বেশ কিছুটা খারাপ ফল করেছে তৃণমূল, তারপর তারা নির্বাচন পর্যবেক্ষক

প্রশান্ত কিশোরকে কাজে লাগিয়ে আগামীর পৌরসভা ও বিধানসভা ভোট লড়াই করতে চাইছে তৃণমূল। সেই পরিপ্রেক্ষিতে প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক সমীকরণ ‘দিদিকে বলো’ অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে নরেন্দ্র মোদির লোকসভা নির্বাচনে আরোD7tUWp1V4AAqSHw VechwMT

একবার মোদি সরকারের যে ট্যাগলাইন কে সামনে রেখে ক্ষমতায় এসেছিল, তারই পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল। তাই মমতা বন্দোপাধ্যায়

 

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করলেন দিদিকে বলো অর্থাৎ মমতা থেকে দিদি, মানুষের কাছাকাছি তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার নয়া কৌশল। এমএলএ রা ও এমপিরা মানুষের সাথে জনসংযোগ শুরু করে দিয়েছে। তারা রাতে খাচ্ছেন থাকছেন সেই পরিপ্রেক্ষিতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো কর্মসূচিকে কটাক্ষ করছে বিজেপি।Didi ke bolo

যেভাবে আদিবাসীদের বাড়িতে রাত কাটাতে থাকতো এবং জনসংযোগ গড়ে তুলতে ঠিক সেইরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পরিবর্তন করে মানুষের কাছে পৌঁছাতে চাইছে কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিঘাতে একটি চায়ের দোকানে গিয়ে আদিবাসীদের সাথে মিশে যান এবং চা তৈরি করেন, সেই চা শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী খায়।

মানুষের সাথে আরো কিভাবে সম্পর্ক গড়ে তোলা যায়, তার একটা দৃষ্টান্ত সৃষ্টি করেন। তার রেশ কাটতে না কাটতেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ঘোষণা করেন ‘হাত বাড়ালেই দাদা’ একটি অ্যাপস তৈরি করেন, সেখানে ব্যারাকপুর এর প্রতিটি মানুষের সমস্যা থাকলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে।Didi ke bolo and arjun

সেই জন্য এই অ্যাপসটি তৈরি করা হয় বিজেপি সাংসদ বলেন তৃণমূল যতই দিদিকে বলো করুক না কেন। মানুষ তাদের থেকে সরে গেছে, তারা আগামী বিধানসভায় ক্ষমতায় আসবে না, সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছুটা চাপে ফেলতে এবার হাত বাড়ালে দাদা অ্যাপ তৈরি করছে বিজেপি এবং যদি কোন সমস্যা থাকে তা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য এই অ্যাপসটি ব্যবহার করা হচ্ছে।

এর ফলে ডিজিটাল দুনিয়া সাথে আরো যোগাযোগ বাড়বে মানুষের বলে মনে করেন সাংসদ অর্জুন সিং, তিনি আরো বলেন যেসব গরীব মানুষ সত্যি মোবাইল ফোন ব্যবহার করতে পারে না, তারা যদি দেখা করতে চায় সপ্তাহে যে কোন একদিন বিধানসভার পার্টি অফিসে এসে দেখা করতে পারে। এখন দেখার বিষয় তৃণমূলের দিদিকে বলোর পাল্টা কি বিজেপি হাত বাড়ালেই দাদা কর্মসূচি নিতে চলেছে, তা এখনো পরিস্কার ভাবে জানা না গেলেও ব্যারাকপুরে এই অ্যাপসটি কাজ শুরু করবে৷


Udayan Biswas

সম্পর্কিত খবর