পর্দায় মাখোমাখো প্রেম, বাস্তবে বিবাদ? রুবেল-শ্বেতার বিয়েতে অনুপস্থিত পল্লবী! আমন্ত্রণটুকুও পাননি?

বাংলাহান্ট ডেস্ক : ধুমধাম করে বিয়ে মিটেছে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের (Sweta-Rubel)। টেলিপাড়ার জনপ্রিয় জুটি গাঁটছড়া বেঁধেছেন বাস্তবে। গত ১৯ শে জানুয়ারি, রবিবার ছিল শ্বেতা রুবেলের (Sweta-Rubel) বিয়ে। অনুষ্ঠানের ছবি, ভিডিওতে ভরে গিয়েছে নেট পাড়া। রুবেলের এন্ট্রি ডান্স থেকে শ্বেতার কনে সাজ কিংবা বিয়ের মেনু, ভাইরাল হচ্ছে সবকিছুই।

শ্বেতা রুবেলের (Sweta-Rubel) বিয়ের ছবি ভাইরাল

দমদমের রাজা প্যালেসে বসেছিল শ্বেতা রুবেলের (Sweta-Rubel) বিয়ের আসর। চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছিল বিয়ের আসর। ধুতি, পাঞ্জাবি, টোপর পরে নাচতে নাচতে এন্ট্রি নেন বর রুবেল। অন্যদিকে কম যাননি শ্বেতাও। বেনারস, গয়নায় মন ভোলানো রূপে সেজেছিলেন তিনি। তাঁকেও দেখা গিয়েছে নেচে বিয়ের আসর মাত করতে।

Didn't pallavi sharma get invitation in sweta-rubel wedding

বিয়েতে অনুপস্থিত পল্লবী: শ্বেতা রুবেলের (Sweta-Rubel) বিয়ে উপলক্ষে চাঁদের হাট বসেছিল রবিবার। টেলিপাড়ার বহু চেনা মুখ উপস্থিত ছিলেন এদিন। দেখা মিলেছে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের গোটা টিমকে। উপস্থিত ছিলেন অনিকেত, তার অনস্ক্রিন মা, বাবা, রোহিণী থেকে অনিরুদ্ধ সকলেই। এমনকি এসেছিলেন অনিকেত ওরফে রয়েছে বিষ্ণুর চর্চিত প্রেমিকা শ্যামৌপ্তি মুদলীও। কিন্তু অদ্ভূত ভাবে দেখা মেলেনি অভিনেত্রী পল্লবী শর্মার।

আরও পড়ুন : কাবু করতে পারেনি ক্যানসার, সিরিয়ালের শেষ দিনে সেটে ফিরলেন জলসার অভিনেত্রী

আমন্ত্রণ পাননি নিম ফুলের পরিবার: ‘নিম ফুলের মধু’তে রুবেলের (Sweta-Rubel) অনস্ক্রিন স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন পল্লবী। ক্যামেরার পেছনেও দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক। কিন্তু শ্বেতা রুবেলের (Sweta-Rubel) বিয়েতে তাঁর অনুপস্থিতি উসকে দিয়েছে জল্পনা। তবে কি মনোমালিন্য হল দুজনের মধ্যে? অনস্ক্রিন বরের বিয়ে এড়িয়ে গেলেন পল্লবী নাকি আদৌ আমন্ত্রণই পাননি?

আরও পড়ুন : রাইয়ের জীবনে ঝড়, এদিকে দোলা লাগল স্রোতের মনে, বাস্তবেও প্রেম করছেন ‘মিঠিঝোরা’ নায়ক-নায়িকা!

আসলে শ্বেতা রুবেলের বিয়ের ছবি, ভিডিও লক্ষ্য করলেই দেখা যাবে, শুধু পল্লবীই নয়, আসেননি নিম ফুলের কোনো সদস্যই। কারণ তাঁরা যে বরপক্ষ। মনে করা হচ্ছে, বিয়েতে কনে শ্বেতার তরফে উপস্থিত ছিলেন তাঁর সিরিয়ালের টিম। আর রিসেপশন উপস্থিত থাকবেন রুবেলের সিরিয়াল নিম ফুলের মধুর টিম। এর আগেই পল্লবী জানিয়েছিলেন, রুবেলের বিয়ের কার্ড হাতে পাননি তিনি, তবে প্রীতিভোজের কার্ড দেখেছেন। এবার রিসেপশনের ছবি, ভিডিও দেখতেই মুখিয়ে রয়েছেন সকলে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর