বাংলাহান্ট ডেস্ক : আবারও বাড়ল লিটার প্রতি ডিজেলের দাম। পাইকারি ক্ষেত্রে এই দাম বাড়ল প্রতি লিটারে ২৫ টাকা। একধাক্কায় প্রায় ৪০% বেড়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। যার ফলেই এই সিদ্ধান্ত। যদিও এই দাম বাড়লেও পেট্রোল পাম্পের মাধ্যমে বিক্রি হওয়া ডিজেলের খুচরো দামে কোনও পরিবর্তন হয়নি৷
চলতি মাসেই পেট্রোল পাম্প গুলির বিক্রি বেড়েছে ২০%। বাস অপারেটর এবং মলের মতন বড় ক্রেতারাও এখন সরাসরি পেট্রোল পাম্প থেকেই কিনছেন জ্বালানি। সাধারণ এইসব বড় ক্রেতারা সরাসরি পেট্রোলিয়াম কোম্পানি গুলি থেকেই জ্বালানি সংগ্রহ করে থাকে। এর ফলেই লোকসান অনেকখানি বেড়েছে খুচরো জ্বালানি কোম্পানি গুলির। এতদিন তবু কোনওভাবে চললেও এবারের এই মূল্যবৃদ্ধির পর যে আর মোটেই লাভজনক থাকবে না পেট্রোল পাম্প ব্যবসা তা বলাই বাহুল্য।
পাবলিক সেক্টর পেট্রোলিয়াম কোম্পানি গুলি গত ৪ নভেম্বর, ২০২১ থেকেই পেট্রোলের দাম বাড়ায়নি। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক স্তরে লাফিয়ে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পরিস্থিতির জন্যই এতদিন বাড়ানো হয়নি তেলের দাম, এমনটাই খবর সূত্র মারফত।
গত ১০ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে তার পরেও সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের কারণে এখনও অবধি বাড়ানো হয়নি তেলের দাম। এবার পাইকারি এবং পেট্রোল পাম্পের খুচরো দামের মধ্যের এই ২৫ টাকা দামের ফারাকের জন্য বড় ক্রেতারা পাইকারি দামে ট্যাঙ্কার বোঝাই তেল কেনার বদলে তেল কিনছে পেট্রোল পাম্প থেকেই। এই কারণেই আরও বাড়ছে পেট্রোল পাম্পের ক্ষতির পরিমাণ।