বাংলাহান্ট ডেস্কঃ পেট্রোল ডিজেলের (petrol diesel) দাম নিয়ে এই মুহুর্তে উদ্বেগে সাধারণ মানুষ। করোনা আনলকডাউনের প্রথম পর্যায়েই হু হু করে তেলের দাম বেড়েছিল দেশে। তারপর পেট্রোল-ডিজেলের দাম কম-বেশি অপরিবর্তিতই। আজ সপ্তাহের শুরুর দিন ডিজেলের দাম কমল ১১ থেকে ১২ পয়সা। পেট্রোলের দাম অপরিবর্তিতই আছে।

আজ দিল্লিতে পেট্রোল ৮২.০৮ টাকা, ডিজেল ৭৩.১৬ টাকা হয়েছে। বাণিজ্য নগরী মুম্বইতে আজ পেট্রোলের দাম ৮৮.৭৩ টাকা, ডিজেল ৭৯.৬৯ টাকা। তিলোত্তমা শহর কলকাতায় পেট্রোল ৮৩.৫৭ টাকা, ডিজেল ৭৬.৬৬ টাকা। দক্ষিণের আরেক মহানগরী চেন্নাই এ আজ পেট্রোল ৮৫.০৪ টাকা, ডিজেল ৭৮.৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, করোনা মহামারির জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানিতে ঠেকেছিল। কিন্তু সে সুবিধা ভারতবাসী পায় নি। করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে বিপুল পরিমান ট্যাক্সের বোঝা বেড়েছিল তেলের ওপর। আনলকডাউনের প্রথমেই হু হু করে বাড়তে থাকে তেলের দাম। এক পর্যায়ে পেট্রোলের দামকে ছাড়িয়ে গিয়েছিল ডিজেল।
সাধারণ ভাবে, প্রতিদিন সকাল ৬ টায় তেল কোম্পানিগুলি তেলের নতুন দাম নির্ধারণ করে থাকে। এই নতুন নির্ধারিত দাম জানা যায় এসএমএস এর মাধ্যমেও। ইন্ডিয়ান ওয়েলের দাম জানতে RSP নিখে 9224992249 নম্বরে, বিপিসিএল এর দাম জানতে RSP লিখে 9223112222 নম্বরে, এইচপিসিএল এর দাম জানতে HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠালেই জানিয়ে দেওয়া হয় তেলের সেদিনের দাম। তবে সকাল ৬ টার আগে মেসেজ পাঠালে আগের দিনের দামই জানাবে সংস্থা।