বাংলাহান্ট ডেস্ক : যেকোনও অপরাধ সংক্রান্ত তথ্যের অনুসন্ধানের কাজে আমাদের দেশে সিবিআই ও সিআইডি (CBI-CID) অত্যন্ত পরিচিত দুটি নাম। তবে অনেকেই রয়েছেন যারা সিবিআই এবং সিআইডির (CBI-CID) মধ্যে প্রধান পার্থক্যগুলি বুঝে উঠতে পারেন না। এই দুটি সংস্থাই পরিচালিত হয় সরকারের মাধ্যমে। তবে সিবিআই এবং সিআইডি বিভাগের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব এই দুই তদন্ত সংস্থার মধ্যে মূল ফারাকগুলি ঠিক কোথায়।
আরও পড়ুন : জমে উঠেছে TRP-র খেল, মাস ঘুরতেই চ্যানেল বদলে জি বাংলায় ফিরছেন জলসার এই অভিনেতা!
• CID: ১৯০২ সালে ব্রিটিশ সরকার ভারতে প্রতিষ্ঠা করে সিআইডি বা অপরাধ তদন্ত বিভাগের (Criminal Investigation Department)। রাজ্যব্যাপী এই গোয়েন্দা সংস্থা মূলত ফৌজদারি অপরাধের তদন্ত এবং তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের সাথে সংযুক্ত। ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা দ্বারা তদন্তের কাজ চালিয়ে থাকে সিআইডি। সিআইডি গোয়েন্দা বিভাগের রয়েছে একাধিক শাখা, সেগুলির মধ্যে অন্যতম: ফিঙ্গার প্রিন্ট ব্যুরো, সিবি-সিআইডি, মাদক বিরোধী সেল, মানব পাচার ও নিখোঁজ ব্যক্তিদের সেল, সন্ত্রাসবিরোধী স্কোয়াড, হস্তাক্ষর এবং আলোকচিত্র ব্যুরো ও ডগ স্কোয়াড।
আরও পড়ুন : ‘তৃণমূলও চাইলে উগ্র হতে পারে, কিন্তু…’! যাদবপুর কাণ্ডে এবার বিস্ফোরক রাজ চক্রবর্তী
• CBI: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিবিআই বা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (Central Bureau of Investigation) প্রতিষ্ঠিত হয় ১৯৪১ সালে। ভারত সরকারের কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে অবস্থিত কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রধান কার্যালয় রয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রয়েছে একাধিক শাখা, সেগুলির মধ্যে অন্যতম: দুর্নীতি দমন বিভাগ, অর্থনৈতিক অপরাধ বিভাগ, প্রশাসন বিভাগ, বিশেষ অপরাধ বিভাগ।
সিবিআই এবং সিআইডির (CBI-CID) মধ্যে মূল পার্থক্য :
• ভারতীয় রাজ্য পুলিশের একটি বিভাগ সিআইডি। অন্যদিকে, সিবিআই মূলত কেন্দ্রীয় সরকারের একটি তদন্তকারী সংস্থা।
• মূলত একটি রাজ্যের অভ্যন্তরে সংঘটিত অপরাধের তদন্তের সাথে সংযুক্ত সিআইডি। আবার জাতীয় বা আন্তর্জাতিক স্বার্থের অপরাধ তদন্তের দায়িত্ব পালন করে থাকে সিবিআই।
• সংবেদনশীল এবং জটিল মামলাগুলির তদন্ত হয়ে থাকে সিআইডির মাধ্যমে। তবে সিবিআই দুর্নীতির মামলা, অর্থনৈতিক, বিশেষ এবং অন্যান্য মামলার তদন্তভার গ্রহণ করে থাকে।
• সিআইডি রাজ্য সরকার এবং হাইকোর্ট কর্তৃক হস্তান্তরিত। অপরদিকে, সিবিআই কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কর্তৃক হস্তান্তরিত।